৪০ কোটি ভারতীয়ের শরীরে এখনও নেই অ্যান্টিবডি। ছবি: সংগৃহীত
ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গের প্রভাব কমেছে। সামনে তৃতীয় তরঙ্গ। এমন কথা বলছেন বিজ্ঞানীরা। সতর্ক হতে বলছেন সকলকে। কিন্তু তৃতীয় তরঙ্গে কত জনকে বিপদে ফেলতে পারে? এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)।
মঙ্গলবার আইসিএমআর-এর তরফে ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, ছ’বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, সেই সব ভারতীয়ের মধ্যে ৬৭.৬ শতাংশের শরীরে ইতিমধ্যেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ বাকিদের তুলনায় তাঁরা তৃতীয় তরঙ্গকালে কিছুটা হলেও নিরাপদ। কিন্তু বাকিদের শরীরে এখনও কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি। জুন-জুলাই মাসে আইসিএমআর-এর সমীক্ষা এমনই বলছে।
গণিতের হিসেব বলছে, সমগ্র ভারতীয়দের তিন ভাগের এক ভাগের শরীরে এখনও করোনার অ্যান্টিবডি নেই। সেই সংখ্যাটাও নেহাত কম নয়। প্রায় ৪০ কোটি।
৬৭.৬ শতাংশ ভারতীয় করোনা মোকাবিলায় কিছুটা প্রস্তুত।
যাঁদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়নি, তৃতীয় তরঙ্গকালে তাঁদের নিরাপত্তার জন্য টিকাকরণই একমাত্র রাস্তা। এ কথা বহু দিন ধরেই চিকিৎসকেরা বলছেন। যত দ্রুত এই টিকাকরণ হবে, তৃতীয় তরঙ্গের ভয়াবহতাকে ততই প্রতিহত করা যাবে। আইসিএমআর-এর সমীক্ষাও তেমনই ইঙ্গিত দিচ্ছে।