COVID-19

Coronavirus: মনের উপরে অত্যধিক চাপ পড়লে কী কী করা যায়

এমন সময়ে কী ভাবে নিজেকে মন ভাল রাখার চেষ্টা করা যায়? কয়েকটি কাজ করা যেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২১ ২৩:২০
Share:

মন ঠিক রাখতে কয়েকটি কাজ করা যায়। ফাইল চিত্র

গত বছরের অধিকাংশ সময় কাটাতে হয়েছে বাড়িতে বসে। এ বছর আবার শুরু হল লকডাউন। ফের চিন্তা। অনিশ্চয়তা। এমন সময়ে মনে নানা ভাবনা আসে। মানসিক চাপ হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। এমন ক্ষেত্রে কী করতে হবে? মন ঠিক রাখার চেষ্টা করতে হবে।

Advertisement

এমন সময়ে কী ভাবে নিজেকে মন ভাল রাখার চেষ্টা করা যায়? কয়েকটি কাজ করা যেতে পারে। চারদিকের মন খারাপ করা খবরের মাঝে কিছুক্ষণ মন ভাল রাখা যাবে।

লেখা

Advertisement

মনে যখন অনেকটা চাপ পড়ে, তখন তা হাল্কা করা যায় মনের কথা লিখে ফেলে। এ সময়ের কথা লিখে রাখার অভ্যাস করলেও মানসিক চাপ কিছুটা কমতে পারে।

নেটমাধ্যম

বাড়িতে থাকা মানেই নেটমাধ্যমে বেশি সময় কাটাবেন, এমন যেন না হয়। তার থেকে এমন কিছু করার কথা ভাবুন যাতে মনে চাপ কম পড়ে।

ব্যায়াম

শুধু শরীর নয়, মনও ভাল রাখে ব্যায়াম। লকডাউনের মধ্যে সময় অনেকটাই হাতে পাওয়া যাবে। ফলে ব্যায়ামের সময় বাড়ানো যায়। সকালে কিছুক্ষণ আর সন্ধ্যায় কিছুক্ষণ করলে মনে উপরে চাপ কম পড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement