Clove

Health Tips: মাথাব্যথা করছে? চটজলদি কমিয়ে দিতে পারে একটি মশলা

রান্নাঘরের সাধারণ একটি মশলা দিয়েই মাথাব্যথা অনেকটা কমিয়ে ফেলা যায়। কী সেই মশলা? লবঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৭:৩৪
Share:

চট করে মাথাব্যথা কমাবেন কী করে? ছবি: সংগৃহীত

নানা কারণে মাথা ধরতে পারে। রোদে ঘোরা, মাইগ্রেন, ঠান্ডা লাগা, সর্দি হওয়া— এগুলি তো আছেই, এর পাশাপাশি নানা সংক্রমণের কারণেও হঠাৎ করে মাথা ধরতে পারে। কিন্তু মাথা ধরা কমাতে কী করবেন? ওষুধ খাবেন? না কি কোনও ঘরোয়া টোটকা?

বেশি ভাবতে হবে না। রান্নাঘরের সাধারণ একটি মশলা দিয়েই মাথাব্যথা অনেকটা কমিয়ে ফেলা যায়। কী সেই মশলা? লবঙ্গ।

Advertisement

কী ভাবে খাবেন লবঙ্গ? কাঁচা লবঙ্গ মুখে রাখলে দাঁতের ব্যথা কমে। বমি বমি ভাবও কমে যেতে পারে। কিন্তু মাথাব্যথা কমানোর জন্য লবঙ্গ এমনি মুখে দিলে হবে না। সে ক্ষেত্রে বানিয়ে নিতে হবে বিশেষ একটি মিশ্রণ। কী করে বানাবেন?

• প্রথমে কাঁচা লবঙ্গ গুঁড়িয়ে নিন। গুঁড়ো করতে অসুবিধা হলে সামান্য ভেজে নিয়ে গুঁড়িয়ে নিন।

Advertisement

• এই লবঙ্গ গুঁড়োর সঙ্গে অল্প পরিমাণে মধু মিশিয়ে নিন।

• মাথাব্যথা কমানোর ওষুধ তৈরি।

মাথাব্যথা করলে এই মিশ্রণটি এক চামচ খান। মিনিট খানেকেই কমে যাবে মাথাব্যথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement