christmas

Christmas Day: বড়দিন আরও বড় আনন্দের ২০২৩ সালে, ছুটি নষ্টের বিষাদ থাকবে আগামী বছরে

সপ্তাহ শেষে পাওনা বাড়িয়ে দিয়েছে এই বছরের ক্যালেন্ডার। কিন্তু আগামী বছর আর এমনটা হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৪:০৭
Share:

বড়দিনের আনন্দ এ বার বেশ উপভোগ করতে পারছেন ছুটি প্রেমীরা। শনির সঙ্গে রবি মিলিয়ে টানা দু’দিনের ছুটি। যাঁরা বেড়াতে গিয়েছেন তাঁদের আর আলাদা করে অফিসে ছুটির আবেদন করতে হয়নি। সপ্তাহ শেষের এই বাড়তি পাওনা বাড়িয়ে দিয়েছে এই বছরের ক্যালেন্ডার।

Advertisement

কিন্তু তেমন আনন্দ আর আগামী বছর পাওয়া যাবে না। কারণ, ২০২২ সালের ক্যালেন্ডার বলছে বড়দিন রবিবার। বছরের শেষ দিকে এসে একটা আস্ত ছুটি নষ্ট। বড়দিনের আনন্দ করার সময় সব সময়ে মাথায় রাখতে হবে যে, রাত পোহালেই সোমবার। মানে প্রথম কাজের দিন।

কিন্তু ২১ আর ২২ সালের যেটুকু অপ্রাপ্তি তার সবটা পূরণ করে দেবে ২০২৩ সাল। সে বার বড়দিন পড়ছে সোমবার। তার মাসে শনি-রবি-সোম টানা তিন দিন ছুটি থাকবে। তবে কিছু পেলে তো কিছু ছাড়তেই হয়। ২০২৩ সালে বছর শুরু হবে রবিবার। বছরের প্রথম দিনেই ছুটি নষ্টের বিষাদ। সে তো অনেক দেরি আছে। আপাতত ২২-এর বছর শুরুর পালনের পরিকল্পনা করে ফেলুন। শনি-রবি পর পর দু’দিনের ছুটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement