Cosmetic Surgery

সুন্দর হওয়ার শখই কাড়ল প্রাণ, ২৪ ঘণ্টায় ৬টি কসমেটিক সার্জারি করিয়ে মৃত্যু মহিলার

এক দিনে ৬টি কসমেটিক সার্জারি করাতে গিয়ে লিউ নামে এক চিনা মহিলার সম্প্রতি মৃত্যু হয়েছে। মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার সেই ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে থানায়, সেই সঙ্গে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণও দাবি করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৯:০১
Share:

কৃত্রিম ভাবে সুন্দর হওয়ার আশায় প্রাণ হারালেন মহিলা। ছবি: সংগৃহীত।

অভিনেতা-অভিনেত্রী থেকে সাধারণ মানুষ, কৃত্রিম ভাবে সুন্দর হওয়ার চাহিদা দিন দিন বেড়ে চলেছে। কৃত্রিম ভাবে সুন্দর হওয়ার জন্য যে কসমেটিক কিংবা প্লাস্টিক সার্জারি করাতে হয়, সেই অস্ত্রোপচারের কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক। এক দিনে ৬টি কসমেটিক সার্জারি করাতে গিয়ে লিউ নামে এক চিনা মহিলার সম্প্রতি মৃত্যু হয়েছে। মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার সেই ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে থানায়, সেই সঙ্গে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণও দাবি করেছে।

Advertisement

সুন্দর দেখাতে মোটা অঙ্কের টাকা বাজার থেকে ধার করেছিলেন লিউ। প্রথম রাউন্ডে তাঁর দুই চোখের পাতা ও নাকে অস্ত্রোপচার করা হয়। পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। পরের দিন সকালেই লিউয়ের মুখ ও স্তনে লাইপোসাকশন পদ্ধতির সাহায্যে চর্বি কমানো হয়। অস্ত্রোপচার শেষে তাঁকে বাড়িও ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। তার পরেই লিউকে হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

লিউয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোর্টে মামলা চলে। সেই মামলায় আদালত লিউয়ের মৃত্যুর জন্য সেই নির্দিষ্ট ক্লিনিকটিকে দায়ী করে। লিউয়ের পরিবারকে ৫৯০০০০ ইউয়ান ( ভারতীয় মুদ্রায় প্রায় ৬৯ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement