ছবি সকলকে ক্যানসারের মতো বিষয় নিয়ে মন্তব্য করার আগে আরও একটু সচেতন হওয়ার অনুরোধ করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
২০২২ সালটা অনেক কিছু শিখিয়েছে অভিনেত্রী ছবি মিত্তলকে। গত বছরেই জানতে পেরেছিলেন, স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ক্যানসারকে হারিয়ে সে বছরই ফিরে এসেছেন। যাত্রা সহজ ছিল না। তবে অনুরাগীদের সঙ্গে সবটাই ভাগ করে নিয়েছিলেন তিনি।
এ বার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন অভিনেত্রী। কিন্তু ফিরতে পাচ্ছেন কোথায়! সমাজমাধ্যমে ছবি কিংবা ভিডিয়ো ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় কটাক্ষের ঝড়। সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই স্নানপোশাক পরে একটি ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ছবিটি ভাইরাল হওয়া মাত্রই ছবির নীচে তাঁর স্তন নিয়ে নানা মন্তব্য আসতে থাকে। এক জন লিখেছেন, ‘‘আমি ভাবতাম স্তন ক্যানসার হলে স্তন কেটে বাদ দিতে হয়!!’’
সেই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ছবি। অভিনেত্রী লিখেছেন, ‘‘হ্যাঁ, এখনও আমাকে নিয়ে এমন অসংবেদনশীল মন্তব্য করা হয়। সম্প্রতি আমি ছুটি কাটাতে গিয়ে কয়েkটি ছবি ও রিল শেয়ার করি। সেখানে একটি মন্তব্য আমার নজরে আসে। আমার স্তন নিয়ে বাজারের আর পাঁচটা দ্রব্যের মতো আলোচনা চলছে।’’
ছবি সকলকে ক্যানসারের মতো বিষয় নিয়ে মন্তব্য করার আগে আরও একটু সচেতন হওয়ার অনুরোধ করেছেন। অভিনেত্রী লেখেন, ‘‘আমি জানি এই বিষয়গুলি নিয়ে সকলেরই জানার আগ্রহ থাকে। তবে আপনার কোনও মন্তব্য কারও মনে যেন আঘাত না করে, সে বিষয়টি নিয়ে আরও একটু সচেতন থাকার দরকার তো? কী মনে হয় আপনার?’’এই মন্তব্যের জবাবে সেই ব্যক্তি আবার লিখেছেন, ‘‘তারকারা এই ধরনের নানা মন্তব্য শুনতে অভ্যস্ত।’’
এই মন্তব্য দেখে ছবি আরও বিরক্ত হন। পাল্টা লেখেন, ‘‘তারকারাও তো মানুষ। আর পাঁচটা সাধারণ মানুষের মতো তাঁদেরও তো কষ্ট হয়। তাঁদেরও ক্যানসার হয়। তাঁরাও বাঁচার জন্য প্রাণপণে লড়াই করেন সাধারণ মানুষের মতোই। তাই কেউই অভ্যস্ত নন এমন মন্তব্য শুনতে। আমার স্তন আসল না নকল, তা নিয়ে এত মাতামাতি কি না করলেই নয়।’’
তার পরেই অভিনেত্রী সকলকে জানালেন কী ভাবে তাঁর চিকিৎসা হয়েছেল। তিনি লিখেছেন, ‘‘স্তন ক্যানসারের চিকিৎসায় লামপেকটমি করা হয়। সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। এখানে অস্ত্রোপচার করে শুধু পিণ্ড বা টিউমারটি বার করে দেওয়া হয়। এ ছাড়া, মাসটেকটমিও করা হয়। যেখানে সম্পূর্ণ স্তন বাদ দেওয়া হয়। এটি মূলত ক্যানসারের শেষ পর্যায় করা হয়। পুনরায় আগের মতো স্তন ফিরে পেতে আমি স্তনের পুনর্গঠনের জন্য অস্ত্রোপচার করাই।’’
ক্যানসারের চিকিৎসা চলাকালীন কতটা কঠিন সময় তিনি কাটিয়েছেন, তা নিয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি বললেন, ‘‘সাত মাস পরেও এমন এক-একটি দিন যায়, যখন আমি সেই যন্ত্রণার দিনগুলির কথা ভেবে কাঁদি। এখনও আমার নানা রকম সমস্যা হয়। তবে আমি মনে করি নিজের শরীরের জন্য আমার গর্ব হওয়া উচিত। এত ঝড়ঝাপটার পেরিয়ে এখনও সে সুন্দর।’’