প্রতীকী ছবি।
জল খেতে গিয়ে নকল দাঁতও গিলে ফেলেছিলেন এক মহিলা। পরদিনই মৃত্যু হল তাঁর।
ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে।
গত ৪ জুলাই এস রাজলক্ষ্মী নামের সেই মহিলার তিনটি দাঁত বাঁধানো ছিল। জল খাওয়ার সময়ে তারই একটি গিলে ফেলেন। তার পর থেকেই মাথা ঘুরছিল। বমি ভাবও ছিল বছর ৪৩-এর ওই মহিলার।
সেদিনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে তেমন কোনও সমস্যা দেখতে পাননি। তাই হাসপাতাল থেকে বাড়ি চলে যেতে বলা হয় তাঁকে।
প্রতীকী ছবি।
কিন্তু পরদিন ফের অসুস্থ বোধ করেন রাজলক্ষ্মী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অজ্ঞান হয়ে পড়ে যান। কিছুক্ষণ পরে মৃত্যু হয় তাঁর।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহের ময়না-তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
পলিশের সন্দেহ, দাঁতটি আলগা হয়ে গিয়েছিল। কারণ, বছর সাতেক আগে তা বাঁধানো হয়েছিল। তাই এই বিপত্তি।