Entertainment News

‘গোপী বহু’র কোলে এল প্রথম সন্তান, পুত্র হল না কন্যা! নিজেই জানালেন ছোট পর্দার অভিনেত্রী

চলতি বছরের অগস্ট মাসে দেবলীনা ঘোষণা করেছিলেন, তাঁর কোলে আসছে প্রথম সন্তান। স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছিলেন তিনি। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৫২
Share:

মা হলেন দেবলীনা। ছবি: ফেসবুক।

সংসারে নতুন সদস্য আসতে চলেছে— এই সুখবর আগেই দিয়েছিলেন। ১৮ ডিসেম্বর অবশেষে অপেক্ষার অবসান। পুত্রসন্তানের জন্ম দিলেন দেবলীনা ভট্টাচার্য ও শানওয়াজ় শেখ। সমাজমাধ্যমেই সুখবর ভাগ করে নেন ছোট পর্দার অভিনেত্রী। দেবলীনা সমাজমাধ্যমের পোস্টে লেখেন, “আমাদের কোলে পুত্রসন্তান এসেছে। এই খুশির খবর ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।”

Advertisement

চলতি বছরের অগস্ট মাসে দেবলীনা ঘোষণা করেছিলেন, তাঁর কোলে আসছে প্রথম সন্তান। স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছিলেন তিনি। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেই সময়ে সমাজমাধ্যমের পোস্টে দেবলীনা লিখেছিলেন, “মাতৃত্বের এই সফর উদ্‌যাপন করছি পঞ্চামৃত রীতি মেনে। এই রীতিতে ঐতিহ্য ও ভালবাসা মিলেমিশে একাকার হয়ে যায় মা ও তাঁর গর্ভস্থ সন্তানের জন্য। এই রীতির উদ্দেশ্যই হল এই পর্বে যেন মা ও গর্ভস্থ সন্তান সুস্বাস্থ্য ও সমৃদ্ধির অধিকারী হয়।”

অক্টোবরে দেবলীনার জন্য সাধের আয়োজন করেছিল তাঁর পরিবার। সেই অনুষ্ঠানের ছবিতে দেবলীনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। দু’বছর আগে শানওয়াজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন দেবলীনা। ভিন্‌ধর্মে বিয়ে বলে একাধিক কটাক্ষও ধেয়ে এসেছিল তাঁর দিকে। গত ১৪ ডিসেম্বর ছিল তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী।

Advertisement

দেবলীনাকে শেষ দেখা গিয়েছে ‘ছটি মাইয়া কি বিটিয়া’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে ছট দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া তিনি ছোটপর্দার ‘গোপী বহু’ নামে জনপ্রিয়। সেই ধারাবাহিকের নাম ছিল ‘সাথ নিভানা সাথিয়া’। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্‌ ১৩’-তে যোগ দিয়েছিলেন দেবলীনা। পরের কয়েকটি সিজ়নেও তাঁকে দেখা গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement