Bizarre

৫৬ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী! এমন যে হতে পারে, বিশ্বাসই করতে পারেননি তিনি

ব্রাজিলের অভিনেত্রী ক্লডিয়া রাইয়া ৫৬ বছর বয়সে মা হলেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে কেন চমকে গিয়েছিলেন তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৪
Share:

সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্লডিয়া, নাম রেখেছেন লুকা। ছবি: সংগৃহীত।

৫৬ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন ব্রাজিলের অভিনেত্রী ক্লডিয়া রাইয়া।

Advertisement

চিকিৎসকরা তাঁকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পরে প্রথমে তা তিনি বিশ্বাসই করতে পারেননি। তিনি অন্তঃসত্ত্বা কি না, তা বোঝার জন্য রক্ত পরীক্ষা করাতে বলা হলে প্রথমে তা নিয়ে ঠাট্টাতামাশা করতে শুরু করেন অভিনেত্রী। চিকিৎসককে তিনি বলেন, ‘‘আমার বয়স ৫৫, এই বয়সে কী করে আমি অন্তঃসত্ত্বা হব?’’

সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্লডিয়া। নাম রেখেছেন লুকা। লুকা ক্লডিয়ার তৃতীয় সন্তান। তবে তৃতীয় স্বামীর সঙ্গে এটিই তাঁর প্রথম সন্তান। ক্লডিয়ার প্রথম সন্তান এনজো, তাঁর বয়স ২৫ বছর আর দ্বিতীয় সন্তান সোফিয়া, তাঁর বয়স ২০। এক সাক্ষাৎকারে ক্লডিয়া বলেন, ‘‘অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদটি পেয়ে আমি ভগবানকে বলি এই বয়সে আমার সঙ্গে এ কী করলে!’’

Advertisement

সন্তানধারণের খবর শুনে বেশ হতবাক হয়েছিলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘আমি সাধারণ ভাবে সন্তানধারণ করতে অক্ষম ছিলাম। আমার আগের দুই সন্তানও এসেছে আইভিএফ পদ্ধতির মাধ্যমে। যখন আমি তৃতীয় সন্তান হওয়ার কথা জানতে পারি, তত দিনে আমার মনে হয়েছিল আমার ঋতুবন্ধ হয়ে গিয়েছে। ৫৫ বছর বয়সে স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণ করা আমার কাছে সত্যিই বিস্ময়ের।’’

তৃতীয় স্বামীর সঙ্গে এটিই ক্লডিয়ার প্রথম সন্তান। ছবি: সংগৃহীত।

ব্রাজিলের এই অভিনেত্রী একা নন, যিনি বেশি বয়সে গর্ভবতী হয়েছেন। এর আগে ২০২১ সালে, নিউ হ্যাম্পশায়ারের এক শিক্ষক ৫৭ বছর বয়সে সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন। ২০১৯ সালে ৬৭ বছর বয়সি চিনা মহিলার সন্তানধারণের খবরও সংবাদমাধ্যমে চর্চার বিষয় হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement