জীবন্ত ‘মৃতদেহ’। —ফাইল চিত্র।
মৃতদেহে ফিরল প্রাণ। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যিই ঘটেছে ব্রাজ়িলে। হাসপাতালের চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দিয়েছিল ৯০ বছর বয়সি নরমা সিলভেরিয়া ডা সিলভাকে। হাসপাতালের মর্গে রেখে দেওয়া হয়েছিল তাঁর দেহ। দাহকর্মীরা মৃতদেহ নিতে উপস্থিত হন মর্গে।
মর্গে এসে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ দাহকর্মীদের। ‘মৃতদেহ’ শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। প্রথমে ভয় পেলেও খানিক ক্ষণ পর তাঁরা বুঝতে পারেন, নরমা আদৌ মৃত নন। সঙ্গে সঙ্গে আবার নরমাকে হাতপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সোমবার সকালে চিকিৎসকেরা জানান, এ বার সত্যিই মৃত্যু হয়েছে নরমার।
মহিলার মৃত্যুর প্রথম শংসাপত্র অনুযায়ী, শনিবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। মূত্রনালির সংক্রমণ থেকেই নাকি তাঁর মৃত্যু হয়েছে। মহিলার মৃত্যু ঘোষণার পর তাঁর পরিবারকে কোনও খবরই দেননি হাসপাতাল কর্তৃপক্ষ। সরাসরি নরমার দেহ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
রাত দেড়টা নাগাদ দাহকর্মীরা নরমার দেহ সংগ্রহ করতে মর্গে আসেন। সেখানে তাঁরা লক্ষ করেন, নরমার দেহ তখনও গরম, হৃদ্স্পন্দন তখনও চলছে। তাঁরা নরমাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সোমবার মৃত্যু হয়েছে নরমার।