শীতকালে কী ভাবে নেবেন গাছের যত্ন? ছবি: সংগৃহীত।
ঠান্ডায় শুধু নিজের ত্বকের যত্ন নিলেই চলবে না, খেয়াল রাখতে হবে টবের গাছগুলিরও। শীতের আবহাওয়া বছরের বাকি সময়ের থেকে খানিকটা আলাদা। শীতে তাড়াতাড়ি সন্ধ্যা হয়। অধিকাংশ সময় মেঘলা থাকে চারপাশ। প্রকৃতির এমন আচরণে প্রভাব পড়ে মাটির উপরেও। ঠিক সেই কারণেই ঘর সাজিয়েছেন যে গাছগুলি দিয়ে, সেগুলিরও পর্যাপ্ত যত্ন নেওয়া জরুরি।
১) শীতে দিনের দৈর্ঘ্য কমে যায়। তাই বাড়ির গাছগুলি যাতে পর্যাপ্ত সূর্যালোক পায়, তাই, টবগুলিকে এমন জায়গায় রাখুন, যেখানে যথেষ্ট আলো হাওয়া রয়েছে। বিশেষ করে, সকালের রোদ লাগতে দিন গাছের গায়ে। তবে শীত যদি খুব বেশি হয়, ছোট টবগুলি ঘরের ভিতরেই রাখুন। পর দিন সকালে বারান্দায় রোদে দিন।
২) বহু গাছই শীতে কম বাড়ে। তাই গরমকালের মতো জল দেওয়ার প্রয়োজন হয় না। কাজেই টবের গাছে অতিরিক্ত জল দেবেন না। কুয়াশার কারণে ছাদে থাকা গাছের টবের মাটি ভিজে যায়। যা সহজে শুকোয় না। ফলে শিকড় পচে যেতে পারে। মাটি পরীক্ষা করেই জল দিন। পাতার রং যদি হালকা হয়ে যায়, তবে জল না দিয়ে মাটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সূর্যের আলোতে গাছ রাখুন।
সকালের রোদ লাগতে দিন গাছের গায়ে। ছবি: সংগৃহীত।
৩) শীতের সময়ে বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়। তাই গাছের গায়ে বাড়তি ধুলো জমতে পারে। পরিষ্কার নরম কাপড় দিয়ে ঝেড়ে ফেলুন ধুলো। তা ছাড়া, শীত বেশি হলে অনেক গাছ মরে যেতে পারে। এমন হলে গাছ খানিকটা ছেঁটে দিতে পারেন।