Manoj Bajpayee's Body Transformation

শার্ট ছাড়াই ‘ফ্যামিলি ম্যান’! নতুন বছরে নতুন চমক মনোজ বাজপেয়ীর

হিরোসুলভ চেহারা নেই মনোজের। তবে কেবল অভিনয়ের জোরেই মন জয় করেছেন দর্শকদের। সম্প্রতি মনোজের ছবি দেখে হইচই পড়ে গিয়েছে বলিপাড়ায়। নতুন বছরের শুরুতেই নতুন অবতারে ধরা দিলেন মনোজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ ১৬:৪৩
Share:

মনোজের ভোলবদল। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডের অন্যতম তাবড় অভিনেতাদের মধ্যে মনোজ বাজপেয়ীকে অনেকেই রাখেন প্রথম সারিতে। ‘ব্যান্ডিট কুইন’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মনোজের। তার পর অভিনয় করেছেন ‘গ্যাঙ্গস অফ ওয়াসিপুর’, ‘রাজনীতি’, ‘স্পেশাল ২৬’-এর মতো একাধিক হিট ছবিতে। বলিউডে বাণিজ্যিক ছবির গতে বাঁধা রাস্তায় না হেঁটে প্রথম থেকেই তৈরি করেছেন নিজস্ব ঘরানা। বড় পর্দায় সাফল্যের পর কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মে জমিয়ে অভিনয় করছেন অভিনেতা। অভিনয় করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ়ে। এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে ওই ওয়েব সিরিজ়ের প্রথম দুই সিজ়ন। এ বার তৃতীয় অধ্যায়ের জন্য মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা।

Advertisement

হিরোসুলভ চেহারা নেই মনোজের তবে কেবল অভিনয়ের জোরেই মন জয় করেছেন দর্শকদের। সম্প্রতি মনোজের শেয়ার করা ছবি হইচই ফেলে দিয়েছে বলিপাড়ায়। নতুন বছরের শুরুতেই নতুন অবতারে ধরা দিলেন মনোজ। উন্মুক্ত শরীরে স্পষ্ট সিক্স প্যাকের খাঁজ। ছবির নীচে মনোজ লিখেছেন, ‘‘নতুন বছরে নতুন আমি! দেখুন সুস্বাদু স্যুপ আমার শরীরে কী প্রভাব ফেলেছে! একদম ‘কিলার লুক’। তাই না?’’

‘ফ্যামিলি ম্যান’-এর এমন চেহারা দেখে হা হয়ে গেলেন খোদ পরিচালক অনুরাগ কাশ্যপও। পরিচালক লিখলেন, ‘‘ছুপা রুস্তম।’’ সহ-অভিনেতা শরিব হাসমির প্রশ্ন, ‘‘এই অ্যাবস কোথায় লুকিয়ে রেখেছিলে এত দিন?’’ কৌতুকশিল্পী সুনীল গ্রোভারের লেখেন, ‘‘ভাই নেটপাড়ায় আগুন লাগিয়ে দিলে তো।’’

Advertisement

মনোজের এমন রূপ দেখে মুগ্ধ অনুরাগীরাও। অনেকেই মনে করছেন, নতুন কোনও সিনেমার জন্যই হয়তো এমন রূপে ধরা দিয়েছেন অভিনেতা। অনেকেই এই ছবি দেখে প্রশ্ন করেছেন, ‘‘ভিএফএক্স নয় তো?’’ তবে নতুন কোনও সিনেমার জন্যই মনোজের এই ভোলবদল কি না, তা এখনও খোলসা করেননি অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement