Viral

বাড়ির রাঁধুনির বাড়িতেও রাঁধুনি আছে, মাইনে ২৫০০ টাকা! পরিচারিকার বক্তব্যে তাজ্জব বেঙ্গালুরুর যুবক

‘রেডিট’ ব্যবহারকারী ২৭ বছর বয়সি সেই যুবক একটি পোস্টে লেখেন, তাঁর বাড়িতে যে পরিচারিকা রান্নাবান্নার কাজ করেন, তাঁর বাড়িতেও রান্না করার জন্য আলাদা করে পরিচারিকা আছেন। শুধু রান্না করার জন্যই নয়, বাড়ির অন্যান্য কাজ করার জন্যও নাকি সেই পরিচারিকার বাড়িতে আলাদা করে পরিচারিকা আছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১২:৪৪
Share:

রাঁধুনির বাড়িতেও আছে রাঁধুনি। ছবি: শাটারস্টক।

ট্র্য়াফিকের বেহাল অবস্থার কারণে মাঝেমধ্যেই বেঙ্গালুরুকে নিয়ে নানা রকম মজার পোস্ট দেখা যায় সমাজমাধ্যমে। সম্প্রতি আবারও বেঙ্গালুরুর বাসিন্দার একটি পোস্টে তাজ্জব হয়েছে নেটদুনিয়া। ‘রেডিট’ ব্যবহারকারী ২৭ বছর বয়সি সেই যুবক একটি পোস্টে লেখেন, তাঁর বাড়িতে যে পরিচারিকা রান্নাবান্নার কাজ করেন, তাঁর বাড়িতেও রান্না করার জন্য আলাদা করে পরিচারিকা আছেন। শুধু রান্না করার জন্যই নয়, বাড়ির অন্যান্য কাজ করার জন্যও নাকি সেই পরিচারিকার বাড়িতে আলাদা করে পরিচারিকা আছেন।

Advertisement

সামনেই দীপাবলি। বাড়িঘর পরিষ্কার করার জন্য এক জন পরিচারিকার খোঁজ করছিলেন বেঙ্গালুরুর সেই যুবক। যুবক লেখেন, ‘‘আমি আমার বাড়িতে যিনি কাজ করেন তাঁকে জিজ্ঞেস করি ঘরবাড়ি পরিষ্কার করে দিতে পারবেন এমন কোনও পরিচারিকা তাঁর নজরে আছেন কি না। তিনি বলেন, আছেন। তবে সেই পরিচারিকা নাকি ঘর পরিষ্কার আর বাসন মাজার জন্য ৩০০০ টাকা নেবেন।’’

ওই ব্যক্তি পরিচারিকার কাছে জানতে চান তাঁর দুই কামরার ঘর পরিষ্কার করতে আগের পরিচারিকা তো ২০০০ টাকা নিতেন, তা হলে এখন ৩০০০ টাকা কেন? পরিচারিকা জবাব দেন, ‘‘আমার এক কামরার ঘর পরিষ্কার করতেই পরিচারিকা ২০০০ টাকা নেন। আর আমার রাঁধুনির মাইনে ২৫০০ টাকা।’’

Advertisement

ব্যক্তি গোটা ঘটনার বর্ণনা করে পোস্টের শেষে লিখেছেন, ‘‘হয়তো বেঙ্গালুরু বলেই এই সব সম্ভব।’’

ব্যক্তির এই পোস্টের জবাবে এক নেটাগরিক মজা করে লিখছেন, ‘‘রাঁধুনির বাড়িতে যিনি রান্না করেন, তাঁর বাড়িতেও কি রাঁধুনি আছেন ?’’ আর এক জন লিখেছেন, ‘‘আমার প্রাক্তন গাড়িচালক আমার বাড়িতে স্কোডা গাড়িতে চেপে আসতেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement