diamond

Biggest Diamond: আশানুরূপ দাম পেল না নিলামে ওঠা বৃহত্তম হিরে, ‘মাত্র’ ১৪৫ কোটিতে বিক্রি হল ‘দ্য রক’

নিলামকারীদের আশা ছিল এক বার নিলামে উঠলে ভেঙে যাবে সব রেকর্ড। কিন্তু নিলামে ওঠার পরেও আশানুরূপ দাম উঠল না হিরেটির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৮:৪৯
Share:

সবচেয়ে দামি হিরে কে কিনলেন? ছবি: সংগৃহীত

এ যাবৎ নিলামে ওঠা সবচেয়ে বড় হিরে এটিই। নাম ‘দ্য রক’। নিলামকারীদের আশা ছিল এক বার নিলামে উঠলে ভেঙে যাবে সব রেকর্ড। কিন্তু নিলামে ওঠার পরেও আশানুরূপ দাম উঠল না হিরেটির। ভারতীয় মুদ্রায় হিরেটির দাম উঠল ‘মাত্র’ ১৪৫ কোটি ৫২ লক্ষ টাকা।

Advertisement

ছবি: সংগৃহীত

প্রায় গল্ফ বলের মতো আকারের হিরেটির ওজন ২২৮.৩১ ক্যারেট। সুইৎজারল্যান্ডের রাজধানী জেনেভার একটি সংস্থা নিলামে তুলেছিল হিরেটি। এর আগে একই সংস্থার তরফে নিলামে তোলা হয়েছিল ১৬৩.৪১ ক্যারেট ওজনের একটি হিরে। তার দাম উঠেছিল ২৬০ কোটি টাকারও বেশি। সংস্থাটির আশা ছিল ‘দ্য রক’ ভেঙে দেবে আগের সেই রেকর্ড। কিন্তু পূরণ হল না সেই আশা।

জেনিভার একটি নামজাদা হোটেলে প্রায় ১০৮ কোটি টাকা থেকে শুরু হয় নিলাম। কিন্তু মাত্র মিনিট দুয়েক পরেই থেমে যায় নিলাম। ফোন মারফত ৩.৩৭ কোটি মার্কিন ডলারে নাসপাতির আকৃতির হিরেটি কিনে নেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪৫ কোটি ৫২ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement