চুলের জেল্লা ধরে রাখতে শ্যাম্পুর বদলে মাঝেমাঝে বিকল্প কিছু ব্যবহার করে দেখতে পারেন। প্রতীকী ছবি।
সৌন্দর্য মানেই শুধু যথাযথ রূপটান নয়, সৌন্দর্যের সংজ্ঞা লুকিয়ে রয়েছে একঢাল চুলেও। ত্বকের পাশাপাশি চুলের যত্ন নিতে বেশির ভাগই ভরসা রাখেন বাজারচলতি শ্যাম্পুর উপর। তাতে চুল সাময়িক ভাবে ঝলমলে হয়ে ওঠে, কিছু ক্ষণ ফুরফুরেও থাকে। তবে সময় গড়াতেই চুলের পুরনো অবস্থা ফিরে আসে। বাজারচলতি শ্যাম্পুতে নানা ধরনের রাসায়নিক উপাদান থাকে। সেগুলির কারণে চুলের নানা সমস্যা দেখা যায়। চুলের জেল্লা ধরে রাখতে শ্যাম্পুর বদলে মাঝেমাঝে বিকল্প কিছু ব্যবহার করে দেখতে পারেন। নিশ্চিত উপকার পাবেন। এ ক্ষেত্রে আপনি ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু উপাদানের উপর, যেগুলি প্রাকৃতিক উপায়ে চুলের ঔজ্জ্বল্য ধরে রাখবে।
রিঠা
বহুকাল আগে থেকেই চুলের যত্নে রিঠার ব্যবহার প্রচলিত। চুল পরিষ্কার রাখতে এর মতো উপকারী জিনিস দু’টো নেই। চুলের হারানো জেল্লা ফিরিয়ে আনে কয়েক দিনের ব্যবহারে। এখন অনেকেই চুলের যত্ন নিতে ব্যবহার করেন রিঠা। এটি ব্যবহার করাও সহজ। গরমজলে রিঠা ফুটিয়ে সেই জলটি মাথায় ঢাললে ফেনা তৈরি হয়। এই ফেনা দিয়ে চুল পরিষ্কার হবে সহজে।
চুলের যত্নেও ব্যবহার করতে পারেন অ্যালো ভেরা। ছবি: সংগৃহীত
হেনা
চুল ভাল রাখতে হেনার ব্যবহার নতুন নয়। অনেকেই প্রতি সপ্তাহে এক বার করে থাকেন। শ্যাম্পুর একটি ভাল বিকল্প হল হেনা। হালকা গরম জলে হেনা মিশিয়ে সেটি চুলের গোড়ায় লাগিয়ে রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। তবে আপনি চাইলে হেনার প্যাকটি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তাতে বেশি উপকার পাবেন। হেনার ব্যবহারে খুশকি দূর হয়। তবে হেনার সঙ্গে লেবুর রস মিশিয়ে নিলে ভাল হয়।
অ্যালো ভেরা
ত্বকের খেয়াল রাখে বলেই মূলত নামডাক অ্যালো ভেরার। তবে চুলের যত্নেও ব্যবহার করতে পারেন অ্যালো ভেরা। প্রাকৃতিক এই জিনিসটি বহুগুণে সমৃদ্ধ। চুল ভাল রাখতেও শ্যাম্পুর একটি বিকল্প হতে পারে অ্যালো ভেরা। অনেকের বাড়িতেই অ্যালো ভেরা গাছ থাকে। সে ক্ষেত্রে অ্যালো ভেরার পাতা থেকে ভিতরের নির্যাস বার করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। দারুণ উপকার পাবেন।