Virat Kohli Hairstyle

আইপিএল শুরুর আগেই ভোলবদল বিরাটের! নয়া রূপে অনুরাগীদের চমকে দিলেন কোহলি

ইতিমধ্যেই আইপিএলের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন বিরাট কোহলি। কেবল ক্রিকেটের প্রস্তুতি নয়, আইপিএলের আগে সাজেও বড়সড় বদল এনেছেন বিরাট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৩:৪৬
Share:

বিরাটের নয়া লুক কতটা মন কাড়ল আপনার? ছবি: সংগৃহীত।

২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। আইপিএলের আগেই দেশে ফিরেছেন বিরাট কোহলি। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য স্ত্রী অনুষ্কা শর্মা এবং মেয়ে ভামিকাকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন তিনি। বেশ কিছু দিন লন্ডনে কাটিয়ে আইপিএল খেলার জন্য রবিবার সকালে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন বিরাট। ইতিমধ্যেই আইপিএলের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যাটার। কেবল ক্রিকেটের প্রস্তুতি নয়, আইপিএলের আগে সাজেও বড়সড় বদল এনেছেন বিরাট।

Advertisement

শুধু বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবেই নয়, ‘স্টাইল আইকন’ হিসাবেও খ্যাতি রয়েছে বিরাটের। বার বার চুল-দাড়ির ছাঁট বদলান তিনি। আর সে সব দেখে চুলের ছাঁট বদলে যায় তাঁর তরুণ ভক্তকুলেরও। আইপিএলের আগে বিরাটের লুকে বদল আসবে না, তাই আবার কখনও হয় নাকি! সম্প্রতি জনপ্রিয় কেশসজ্জাশিল্পী আলিম হাকিম তাঁর ইনস্টাগ্রামে বিরারেট নতুন লুক শেয়ার করেছেন। বিরাটের নয়া লুকের একগুচ্ছ ছবির নীচে আলিম লিখেছেন, ‘‘এক এবং অদ্বিতীয় কিং কোহলি।’’

১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় বার বাবা-মা হয়েছেন বিরাট-অনুষ্কা। ছেলের জন্মের পর প্রায় এক মাস স্ত্রী অনুষ্কা, মেয়ে ভামিকা এবং ছেলে অকায়ের সঙ্গেই সময় কাটিয়েছেন কোহলি। লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরার পর কোহলিকে দেখে বেশ চনমনে লেগেছে প্রত্যক্ষদর্শীদের। এখনও পর্যন্ত আইপিএল জয়ের স্বাদ পায়নি কোহলির বেঙ্গালুরু। এ বার ভাল ফলাফলের আশায় রয়েছেন কোহলি-ভক্তরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement