Urfi Javed

Urfi Javed: পোশাক না মশারি? উরফির নয়া অবতার নিয়ে প্রশ্ন ভক্তদের

ইনস্টাগ্রামে ভাইরাল ছবিতে উরফি ধরা দিয়েছেন গাঢ় লিপস্টিক ও এক রঙা একটি পোশাকে। ল্যাভেন্ডার বিকিনির সঙ্গে গায়ে ছিল একই রঙের কোট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২২ ০৯:৫৬
Share:

ফের চর্চা উরফি জাভেদকে নিয়ে ছবি: সংগৃহীত

সমালোচনা হোক বা প্রশংসা, বিচিত্র সব পোশাকে মাঝেমধ্যেই শিরোনামে চলে আসেন উরফি জাভেদ। নতুন পোশাকে ফের এক বার নেটমাধ্যমে ঝড় তুললেন এই মডেল। এ বার পরনে হালকা ল্যাভেন্ডার রঙের জালের মতো একটি পোশাক।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ছবিতে উরফি ধরা দিয়েছেন গাঢ় লিপস্টিক ও এক রঙা একটি পোশাকে। ল্যাভেন্ডার বিকিনির সঙ্গে গায়ে ছিল একই রঙের কোট। অন্য দিকে, কোমরে জড়িয়েছিলেন স্বচ্ছ ও ফিনফিনে একটি বিশেষ ধরনের পোশাক।

Advertisement

গোটা সাজের এই অংশটি নিয়েই সবচেয়ে বেশি চর্চা চলছে নেটমাধ্যমে। স্বচ্ছতার জন্য এটিকে কেউ কেউ তুলনা করেছেন মশারির সঙ্গেও। উরফির দাবি ছবি তোলার আগে নিজের রূপটান নিজেই করেছেন তিনি।

উরফির পোস্টটি ইতিমধ্যেই পছন্দ করেছেন প্রায় এক লক্ষ মানুষ। মন্তব্য করার জায়গায় মতামত দিয়েছেন প্রায় ১৩০০ জন।

Advertisement

আর এই সাজ নিয়ে খোদ উরফির কী বক্তব্য? মডেল নিজেই লিখেছেন সাজটি তাকে স্মৃতিমেদুর করে তুলছে।

কী কারণে স্মৃতিমেদুর হচ্ছেন তিনি, তা অবশ্য খোলসা করেননি উরফি। রইল সেই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement