How to Remove Facial Hair

যন্ত্রণাদায়ক ওয়্যাক্স নয়, মুখের রোম তুলতে আটাই যথেষ্ট! জেনে নিন কী ভাবে মাখতে হয়

নেটপ্রভাবীরা বলছেন, জ্বালা, যন্ত্রণা, কষ্ট ছাড়া আটার মণ্ড দিয়ে মুখের রোম তোলা যাচ্ছে সহজেই। তবে এই পদ্ধতি নতুন নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮:২৫
Share:

মুখের রোম তুলতে কষ্ট করতে হবে না। ছবি: সংগৃহীত।

মুখের অবাঞ্ছিত রোম নিয়ে অস্বস্তিতে পড়তে হয়। তাই মাঝেমধ্যেই সালোঁয় যাওয়ার প্রয়োজন পড়ে। চামড়া থেকে টেনে রোম তোলার যন্ত্রণা সহ্য করে মুখে ওয়্যাক্স করান অনেকেই। আবার অশ্রুগঙ্গা বইয়ে থ্রেডিংও করান অনেকে। এই দুই পদ্ধতিতে তৎক্ষণাৎ সমস্যার সমাধান হলেও কিছু দিনের মধ্যেই পুরনো সমস্যা আবার ফিরে আসে।

Advertisement

তবে সমাজমাধ্যমে মুখের রোম তোলার নতুন একটি পদ্ধতি ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নেটপ্রভাবীরা বলছেন, জ্বালা, যন্ত্রণা, কষ্ট ছাড়াই আটার মণ্ড দিয়ে মুখের রোম তোলা যাচ্ছে সহজেই। তবে এই পদ্ধতি নতুন নয়। প্রাচীন কালেও রূপ-সচেতনদের মধ্যে টোটকার ব্যবহার দেখা যেত। এই প্রভাবীদের তৈরি ‘রিল’ দেখে অনেকেই সেই পন্থা অবলম্বন করছেন। কিন্তু তাতে কি সত্যিই কাজ হয়?

রূপচর্চাশিল্পীরা বলছেন, ঘরোয়া এই টোটকায় রাতারাতি মুখের রোম দূর হয় না। তবে সপ্তাহে এক বার করে অন্তত মাসখানেক মুখে ময়দার মণ্ড মাখলে ধীরে ধীরে রোমের ঘনত্ব কমে।

Advertisement

ঘরোয়া পদ্ধতিতে মুখের রোম তুলবেন কী করে?

প্রথমে ছোট একটি পাত্রে অর্ধেক কাপ আটা এবং অর্ধেক কাপ বেসন নিন। সঙ্গে আধ চা চামচ হলুদ, এক চা চামচ ঘি মিশিয়ে নিন। কাঁচা দুধ দিয়ে সব উপকরণ মেখে একটি মণ্ড তৈরি করুন।

এ বার প্রথমে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। মুখে কোনও রকম তেল, ধুলো-ময়লা যেন না থাকে। চাইলে মাইল্ড কোনও স্ক্রাবও ব্যবহার করতে পারেন।

তার পর মুখ মুছে নিন। ত্বক একেবারে শুকনো হয়ে গেলে মুখের উপর ওই ময়দার মণ্ডটি হালকা হাতে গোল গোল করে ঘষতে থাকুন। খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই।

কিছু ক্ষণ এই ভাবে মণ্ডটি মুখে ঘষার পর খেয়াল করবেন, ওই জিনিসটির গায়ে সরু সরু রোম উঠে এসেছে। একবারে সবটা সম্ভব হবে না। কিন্তু ধৈর্য ধরে অভ্যাস করলে ফল পাবেন। দশ-পনেরো মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তার পর মুখে টোনারও স্প্রে করে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement