ত্বকের জেল্লা বৃদ্ধি করতে পারে বিট। ছবি: সংগৃহীত।
শীত মানেই চামড়ায় টান ধরা। শুষ্ক, খসখসে ত্বক এবং বলিরেখার দাগ আরও একটু বেশি গাঢ় হওয়া।
ঝকঝকে, নিখুঁত ত্বকের জন্য যেমন পুষ্টিকর খাবারের প্রয়োজন রয়েছে, তেমনই বাইরে থেকে পরিচর্যারও প্রয়োজন রয়েছে। তবে এ ক্ষেত্রে বাজারচলতি প্রসাধনীর উপর ভরসা না করে বরং শীতের সব্জি বিটের উপর ভরসা করা যেতে পারে।
নানা ধরনের খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর বিট বলিরেখা দূর করতে, ত্বকের জেল্লা ধরে রাখতেও সাহায্য করে।
বিটের সঙ্গে আর কী কী মিশিয় মাস্ক তৈরি করবেন?
১) বিট, মধু এবং টক দইয়ের ফেসপ্যাক:
চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজের এই প্যাক। ছোট একটি পাত্রে বিটের সঙ্গে টক দই এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। মিনিট পনেরো মুখে মেখে রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
২) বিট এবং অ্যালো ভেরা জেলের ফেসপ্যাক:
শুষ্ক ত্বকের জন্যও বিট ভাল। তবে বিটের রসের সঙ্গে অ্যালো ভেরা জেল মিশিয়ে নিলে খসখসে ভাব সহজে দূর হয়। এই মিশ্রণ মিনিট পনেরো মুখে মেখে রেখে দেওয়া যেতে পারে। তার পর জল দিয়ে ধুয়ে ফেললেই তফাত চোখে পড়বে।
৩) বিট, মুলতানি মাটির ফেসপ্যাক:
তৈলাক্ত ত্বকের জন্য ভাল এই প্যাক। ছোট একটি পাত্রে পরিমাণ মতো বিটের রস এবং মুলতানি মাটি ভাল করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট দশেক। পুরো শুকোনোর প্রয়োজন নেই। ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মিশ্রণ যদি খুব ঘন হয়ে যায় তা হলে সামান্য গোলাপজল দিতে পারেন।