Hair Spa in winter

রুক্ষ চুল আয়ত্তে রাখতে পারে স্পা, তবে সালোঁ নয়, বাড়িতেই তা সম্ভব, জেনে নিন কী ভাবে

প্রতি মাসে সালোঁয় গিয়ে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা সকলের পক্ষে সম্ভব হয় না। তবে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু সালোঁর মতো স্পা, বাড়িতেই করে ফেলা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৩১
Share:

পদ্ধতি জানা থাকলে হেয়ার স্পা করতে পারেন বাড়িতেই। ছবি: সংগৃহীত।

রুক্ষ চুল বশে রাখা বেশ কঠিন কাজ। শীতকালে এই সমস্যা যেন আরও বেড়ে যায়। সালোঁয় গিয়ে স্পা করালে কয়েক দিন একেবারে রেশমের মতো চুল হয় ঠিকই। কিন্তু তার প্রভাব তো বেশি দিন থাকে না। প্রতি মাসে সালোঁয় গিয়ে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা সকলের পক্ষে সম্ভব হয় না। তবে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু সালোঁর মতো স্পা, বাড়িতেই করে ফেলা যায়।

Advertisement

ঘরে বসে হেয়ার স্পা করতে কী কী লাগবে?

১) নারকেল, অলিভ, আর্গন বা কাঠবাদামের তেল।

Advertisement

২) যে কোনও সংস্থার ভাল স্পা ক্রিম। বদলে কলাও চটকে নিতে পারেন।

ধাপে ধাপে চুলে স্পা করবেন কী ভাবে?

১) প্রথমে বড় দাঁতের চিরুনি দিয়ে শুকনো চুলের জট ছাড়িয়ে নিন।

২) তার পর পছন্দ মতো যে কোনও তেল হালকা গরম করে মাথার ত্বক এবং চুলে মেখে নিন। ডগা ফাটার সমস্যা থাকলে সেই অংশে তেল মাখুন ভাল করে। অন্তত পক্ষে আধ ঘণ্টা তেল মেখে রাখুন।

৩) এ বার চিরুনি দিয়ে সিঁথি ভাগ করে স্পা ক্রিম মেখে নিন। যদি স্পা ক্রিমের বদলে কলা মাখতে চান তা হলে কলা ভাল করে চটকে, একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে মাথায় মেখে নিন।

৪) অন্তত মিনিট ২০ শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন।

৫) বাড়িতে যদি ভেপার নেওয়ার যন্ত্র থাকে, তা দিয়ে চুলে গরম জলের বাষ্প নিন। অন্যথায় গরম জলে তোয়ালে ভিজিয়ে, নিংড়ে নিয়ে তা মাথায় মুড়িয়ে রাখতে পারেন।

৬) আরও আধ ঘণ্টা পর হালকা গরম জলে মাথা ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। প্রয়োজনে বার দুয়েক শ্যাম্পু করতে হবে।

৭) সব শেষে কন্ডিশনার মাখতে ভুলবেন না। মিনিট পাঁচেক মাথায় কন্ডিশনার রেখে, তার পর ধুয়ে ফেলুন।

৮) মাথা ঘষে ঘষে মুছবেন না। তোয়ালেতে মাথার জল টেনে নিলে তার পর সিরাম মাখতে পারেন।

৯) খুব প্রয়োজন না পড়লে ব্লো ড্রাই না করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement