নেলপলিশ দ্রুত শুকোবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
শুধু মুখ বা চুল নয়, জুড়ে থাকে হাত-পা, নখও জুড়ে থাকে সৌন্দর্যের সঙ্গে। পরিচ্ছন্ন, সুন্দর করে কাটা নখে পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে পরা নেলপলিশ দেখতে বেশ লাগে। কিন্তু নেলপলিশ পরার পর নখ কোথাও এক বার ঘষে গেলেই, একেবারে নষ্ট। তবে চাইলে সহজেই নেলপলিশ শুকিয়ে নিতে পারেন। এতে আর নখরঞ্জনী নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না।
১. নেলপলিশ পরার মিনিট ২-৩ মিনিট বাদেই নখগুলি বরফ শীতল জলে ২ মিনিট ডুবিয়ে রাখতে হবে। এতে দ্রুত নেলপলিশ জমাট বেঁধে যাবে।
২. বরফ জল থেকে হাত বের করে চুল শুকোনোর বৈদ্যুতিক যন্ত্র দিয়ে জল শুকিয়ে নিতে পারেন। না হলে এমনিই হাত শুকিয়ে নিন। তোয়ালে দিয়ে মুছতে গেলে, নেলপলিশ নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে।
৩. বরফ জল না পেলে নেলপলিশ পরার পর চুল শুকোনোর বৈদ্যুতিক যন্ত্র দিয়ে শুকিয়ে নিতে পারেন। তবে যন্ত্রের মুখটি আঙুল থেকে একটু দূরে রাখবেন।
৪. পাতলা করে নেলপলিশ পরলেও দ্রুত শুকিয়ে যায়। প্রথমে এক বারই নেলপলিশ পরতে হবে। বার বার তুলি বোলালে, পরত মোটা হয়ে যাবে। ফলে, শুকোতে দেরি হবে। যদি মোটা পরত করতেই হয়, তা হলে প্রথম বার নেলপলিশ পরার পর তা শুকিয়ে গেল দ্বিতীয় পরত দিতে হবে।
৫. নেলপলিশ পরার পর নারকেল তেল বা অলিভ অয়েল স্প্রে করে দিলেও ঘেঁটে যাওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব।