Skin

Oily Skin: দোলের পরের কয়েক দিন তৈলাক্ত ত্বকের বিশেষ যত্ন নিন

রং খেললে তৈলাক্ত ত্বকের উপর চাপ পড়ে। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। দোলের পরের কয়েকটি দিন যত্ন নিলে সতেজ দেখাবে ত্বক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ২০:১৯
Share:

প্রতীকী ছবি।

বসন্তের সময়টি যেমন ফুরফুরে, তেমন ত্বকের জন্য একটু কঠিনও বটে। কখনও গ্রীষ্মের মতো ঘাম। কখনও আবার হাওয়াও শীত শেষের শুষ্কতা। ফলে ত্বকে টান ধরে। আর এর মধ্যেই আবার দোলের হই চই।

Advertisement

রং খেললে তো কথাই নেই, রং না খেললেও এই সময়ে ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। বিশেষ করে ত্বক যদি এ সময়ে তেলতেলে হয়ে যায়, তবে আরও বেশি করে যত্ন নেওয়া দরকার। কারণ বসন্ত বাতাসের শুষ্কতা আর দোলের রঙের রাসায়নিক নানা ভাবে সমস্যায় ফেলতে পারে ত্বককে। আর তৈলাক্ত ত্বকে দেখা দিতে পারে ব্রণ কিংবা অন্যান্য সমস্যা।

কী ভাবে যত্ন নেবেন তৈলাক্ত ত্বকের?

Advertisement

প্রতীকী ছবি।

১) প্রথমত অনেকটা করে জল খান। জল শরীরের সব বর্জ্য বার করে দিতে সাহায্য করে। তাতে ত্বক ভাল থাকে।

২) রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

৩) লম্বা হাতা দেওয়া পোশাক পরে রোদে বেরোন।

৪) রাতে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।

৫) ঠোঁট নারকেল তেল লাগান। কিংবা ব্যবহার করতে পারেন কোনও লিপ বাম।

এই ক’টি কথা মনে রাখলেও এ সময়ে অনেকটা সতেজ থাকবে ত্বক। বিশেষ করে যদি রং খেলে থাকেন, তা হলে তৈলাক্ত ত্বকের উপর চাপ পড়ে। তাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই কয়েকটি ধাপে দোলের পরের কয়েকটি দিন ত্বকের যত্ন নিলে ঔজ্জ্বল্য ফিরবে, সতেজ দেখাবে ত্বক। অতিরিক্ত তৈলাক্ত ভাবও কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement