Hair

Hair Care Tips: ৩ উপায়: রুক্ষ চুল হয়ে উঠবে কোমল ও মসৃণ

সাজগোজের অন্যতম আনুষঙ্গ চুল। রুক্ষ ও শুষ্ক চুল সৌন্দর্য প্রকাশ পেতে দেয় না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৭:০২
Share:

কন্ডিশনার ব্যবহার করলেও চুল দীর্ঘ দিন ভাল রাখতে প্রয়োজন নিয়মিত যত্ন নেওয়া। ছবি: সংগৃহীত

সূর্যের অত্যধিক তাপ, রাসায়নিক দ্রব্য মিশ্রিত বিভিন্ন প্রসাধনীর ব্যবহার, সঠিক পরিচর্যার অভাবে চুল ক্রমশ রুক্ষ ও নিস্তেজ হয়ে পড়ে। সাজগোজের অন্যতম আনুষঙ্গ চুল। রুক্ষ ও শুষ্ক চুল সৌন্দর্য প্রকাশ পেতে দেয় না। চুলের আগা ফাটা, অল্প চুল ঝরার মতো প্রাথমিক কিছু সমস্যা সামাল দিতে সিরাম, হেয়ার মাস্ক, বা কন্ডিশনার ব্যবহার করলেও চুল দীর্ঘ দিন ভাল রাখতে প্রয়োজন নিয়মিত যত্ন নেওয়া।

Advertisement

চুলের যত্ন নিতে কোন নিয়মগুলি মেনে চলবেন?

১) কেশ বিশেষজ্ঞদের মতে, এক সপ্তাহ অন্তর চুলের ডগা কাটা প্রয়োজন। চুলের ডগা সবচেয়ে বেশি ফাটে। চুল যত্নে রাখতে ক্ষতিগ্রস্ত অংশ বাদ দিয়ে দেওয়াই ভাল। এতে চুল দ্রুত বাড়ে।

Advertisement

২) রুক্ষ ও শুষ্ক চুলের জন্য কন্ডিশনার একান্তই জরুরি। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। এতে চুল মসৃণ ও কোমল থাকে।

৩) চুলের রুক্ষতা দূর করতে নিয়মিত সিরাম ব্যবহার করা প্রয়োজন। বাইরে বেরোনোর আগেও চুল ধুলো বালি থেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন হেয়ার সিরাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement