গাঢ় লিপস্টিক পরুন নিয়ম মেনে। ছবি: সংগৃহীত।
নিমেষে সাজে বদল আনতে চাইলে গাঢ় রঙের লিপস্টিকের বিকল্প নেই। ঠিক করে ব্যবহার করতে পারলে পুরো সাজটাই পাল্টে যেতে পারে। তবে অনেকেই এতটা সাহস করে এই কাজটি করে উঠতে পারেন না। অন্য রকম সাজতে গেলে যদি পুরো মেকআপটাই ভেস্তে যায়? কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পাবেন না। কিছু নিয়ম মানলেই আপনার সাহসী ঠোঁট নজর কাড়বে বাকি শৌখিনীদের।
১. লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ভাল করে স্ক্রাব করে পরিষ্কার করে নিন। ঠোঁটে শুকনো মৃত চামড়া থাকলে হালকা রঙের লিপস্টিকে যত না বোঝা যায়, গাঢ় রঙে অনেক বেশি চোখে পড়ে। রং সমান ভাবে না বসে দলা পাকিয়ে যায়, দেখতে মোটেও ভাল লাগে না।
২. ঠোঁটে লিপ বাম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। একদম শুকিয়ে গেলে তবেই লিপস্টিক লাগাবেন। নয়তো রং সমান ভাবে বসবে না।
৩. ঠোঁটে গাঢ় রং থাকলে চোখের মেকআপ একটু হালকা করাই ভাল। না হলে হঠাৎ করে একটু চোখে লাগতে পারে। মনে রাখবেন ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রীর ছবিতে যা ভাল লাগে, খালি চোখে তা নাও লাগতে পারেন।
৪. ত্বকের রং অনুযায়ী লিপস্টিকের রং বেছে নিন। শ্যামবর্ণ গায়ের রং হলে অনেক গাঢ় রঙই মানিয়ে যায়। তবে রং খুব ফরসা হলে ভাল করে দেখে নিন কোন রং আপনাকে বেশি মানাচ্ছে। খুব বেশি ফ্যাকাশে যেন না লাগে আপনার মুখ, তা খেয়াল রাখুন।
৫. আমাদের ঠোঁটের চারপাশটা অনেক সময়ে বাকি মুখের তুলনায় সামান্য কালচে হয়। তাই প্রয়োজনে ভাল করে কনসিলার ব্যবহার করে, দাগগুলি ঢেকে ফেলুন।