Face Pack

বেসনের ৩ প্যাক: রোদে পোড়া দাগ সরিয়ে পুজোর আগেই ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে পারে

পুজোর আগে কেনাকাটা করতে গিয়ে রোদে ত্বক পুড়ে যাওয়া অন্যতম বড় সমস্যা। সানবার্ন তোলার জন্যে অনেক ঘরোয়া টোটকা রয়েছে। দেখে নিন কোনটি আপনার প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৯
Share:

— প্রতীকী চিত্র।

বৃষ্টি হচ্ছে ঠিকই। তাই বলে রোদের তেজ যে কমে গিয়েছে তা তো নয়। উল্টে গরমে জামা কাপড় ঘামে ভিজে সপসপে হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলে খানিক স্বস্তি দেয়, কিন্তু গরমের বেরনোর ছাপ থেকে যায় ত্বকে। পুজোর আগে কেনাকাটা করতে গিয়ে রোদে ত্বক পুড়ে যাওয়া অন্যতম বড় সমস্যা। সানবার্ন তোলার জন্যে অনেক ঘরোয়া টোটকা রয়েছে। তবে এ ক্ষেত্রে বেসনের বিকল্প কিছুই নেই। সঙ্গে কয়েকটি উপকরণ মিশিয়ে নিলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisement

১) বেসন, পেঁপে এবং কমলালেবুর রস

এক টেবিল চামচ বেসনের সঙ্গে দুই চা চামচ কমলালেবুর রস এবং তিন-চার টুকরো পাকা পেঁপে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটা যেন খুব ঘন না হয়। প্রয়োজনে একটু জল মিশিয়ে নিতে পারেন। ৩০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর জল দিয়ে ধুলে ফেলুন।

Advertisement

২) বেসন, টমেটো এবং হলুদ

এক চা চামচ বেসনের সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো এবং এক চামচ টোম্যটোর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ২০-২৫ মিনিট লাগিয়ে মুখে মেখে রাখুন। তার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩) বেসন, দই এবং মধু

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চা চামচ মধু এবং অর্ধেক চামচ টক দই ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন ভাল করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement