Balayam

Balayam Benefits: বালায়াম কী, তাতে কি আদৌ চুল পড়া কমে? কী বলছে বিজ্ঞান

বালায়াম কেবল চুলের অকাল পক্কতা রোধ করে এমনটা নয়, এই ব্যায়াম করলে চুল পড়ার সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। তবে কত ক্ষণ করলে মিলবে সুফল?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ২০:২৬
Share:

এই ব্যায়াম করার সময়ে বুড়ো আঙুলের নখ ভুলেও ঘষবেন না। ছবি: সংগৃহীত

গায়ের রং যেমনই হোক, চুল কুচকুচে কালো হতেই হবে! এমনই অনেকের দাবি। বয়স বাড়ার সঙ্গে চুলে পাক ধরার সমস্যা কারও কারও জীবনে বিভীষিকা হয়ে দেখা দেয়। পাকা চুল কালো করার জন্য বাজারচলতি একাধিক জিনিস পাওয়া যায়। রাসায়নিক মেশানো এই সব জিনিসের নিয়মিত ব্যবহারে চুলের ক্ষতি হওয়াও নিতান্ত অসম্ভব নয়।

Advertisement

জানেন কি দিনে দশ মিনিট সময় খরচ করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে?

দু’হাতের নখ একসঙ্গে ঘষে দেখেছেন কখনও? হ্যাঁ, হাতের আঙুল মুড়ে দুই হাতের নখ একসঙ্গে ঘষলেই মিলবে সুফল। যোগে এই ব্যায়ামের জুড়ি মেলা ভার। এই ব্যায়াম বালায়াম নামেও পরিচিত, যার আক্ষরিক অর্থ হল ‘চুল ব্যায়াম’। এই ব্যায়াম শুধু চুলের অকাল পক্কতা রোধ করে না, বালায়াম করলে চুল পড়ার সমস্যাও কমে। তবে এই ব্যায়াম করার সময়ে বুড়ো আঙুলের নখ ভুলেও ঘষবেন না। তা হলে মুখে অবাঞ্চিত লোমের প্রকোপ বাড়বে। সারা দিনে মিনিট দশেক এই ব্যায়াম করার পরামর্শ দেন যোগবিদরা।

Advertisement

প্রতীকী ছবি

বালায়াম করলে আদৌ কি সুফল মেলে, কী বলছে বিজ্ঞান?

নখের ডগায় যে স্নায়ুগুলি থাকে, নখের সঙ্গে নখ ঘষলে সেইগুলি উদ্দীপিত হয়ে মস্তিষ্কে বার্তা পাঠায়। মস্তিষ্ক তখন মাথার ত্বকের মৃত ফলিকলগুলিকে পুনরুজ্জীবিত করে। ফলে চুলের গোড়া মজবুত হয়। তা ছাড়া, নখে নখ ঘষলে সারা শরীরে রক্ত সঞ্চালনের হার বাড়ে। ফলে মাথার ত্বকেও ভাল মাত্রায় রক্ত পৌঁছায়। যার ফলে চুলের গোড়া মজবুত করতে, চুল পড়ার সমস্যা কমাতে এবং পাকা চুলের হাত থেকে রেহাই পাওয়া যায়। তবে এই বিষয় নিয়ে কোনও গবেষণা করা হয়নি।

কাদের ক্ষেত্রে এই ব্যায়াম ক্ষতিকর হতে পারে?

১) উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এই ব্যায়াম না করাই শ্রেয়। এতে হিতে বিপরীত হতে পারে।

২) অন্তঃসত্ত্বা অবস্থায় এই যোগ না করাই ভাল।

৩) এই যোগ করলে ঘুম ঘুম ভাব আসতে পারে। তাই কাজের মাঝে থাকলে এই ব্যায়াম করবেন না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement