তমান্নার রূপ-রহস্য! ছবি: সংগৃহীত।
তারকা মানেই প্রতি দিন সালোঁয় যান কিংবা নামীদামি প্রসাধনী ব্যবহার করেন। এমন ধারণা অনুরাগী, সাধারণ মানুষের মনে থাকা অস্বাভাবিক নয়। পেশার তাগিদে রূপচর্চার দিকে তাঁদের একটু বেশিই নজর দিতে হয়। এ কথা ভুল নয়। তবে তা সব সময়ে সালোঁ বা প্রসাধনীনির্ভর নয়। মেকআপ করলেও প্রতি দিনের রূপচর্চার জন্য তরুণ প্রজন্মের অভিনেত্রীরা কিন্তু প্রাকৃতিক উপাদানের উপর আস্থা রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তমন্না ভাটিয়া জানিয়েছেন সে কথা। অভিনয়ের পাশাপাশি দাগ, ছোপহীন উজ্জ্বল ত্বকের জন্য অনুরাগীদের নজরে থাকেন বাহুবলী খ্যাত এই অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রামে নিয়মিত শরীরচর্চা কিংবা রূপচর্চার টোটকা দেন তমন্না। শীতেও ত্বকের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে, ত্বক থেকে মৃত কোষ দূর করতে হেঁশেলের তিনটি উপকরণ দিয়ে বিশেষ একটি মাস্ক তৈরি করেন। মিনিট দশেক পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে নেন মুখ। তমন্না জানিয়েছেন, এই মাস্ক আবার স্ক্রাব হিসাবেও ব্যবহার করা যায়। তবে যাঁদের ত্বক ভীষণ স্পর্শকাতর, তাঁদের মুখে এই স্ক্রাব ব্যবহার না করাই ভাল। কাচের মতো স্বচ্ছ ত্বক পেতে ছুটির দিন, সপ্তাহে এক বার ব্যবহার করাই যায় তমন্নার এই ঘরোয়া মাস্ক।
তমন্নার রূপচর্চায় যে মাস্ক ব্যবহার করেন, তা তৈরি করতে কী কী লাগবে?
গুঁড়ো চন্দন: ১ টেবিল চামচ
কফি: আধ টেবিল চামচ
মধু: ১ টেবিল চামচ
পদ্ধতি:
১) ছোট একটি পাত্রে তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
২) মিশ্রণ যদি খুব ঘন হয়ে যায় তাই প্রয়োজনে সামান্য গোলাপজল মিশিয়ে নিতে পারেন।
৩) প্রথমে মাইল্ড কোনও ক্লিনজ়ার দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। তার পর মুখে মিনিট দশেক এই মাস্ক মেখে রাখুন।
৪) ঈষদুষ্ণ জলে ধোয়ার সময়ে হালকা করে স্ক্রাব করে নিতে পারেন।