Sujoy Prasad Chatterjee

Exhibition at Cafe: কফি খেতে গিয়েই কিনে নিন পছন্দের গয়না

একই ছাদের তলায় বসে দেশ-বিদেশর রকমারি খাবার, চা-কফি। আবার সেখানেই কেনা যাবে পছন্দের গয়না, সিল্কের পোশাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৯:০০
Share:

এমনই নানা ধরনের পোশাক-গয়না মিলছে সে কাফেতে।

অফিস সেরে আর কত কী করতে পারেন! কোনও দিন বন্ধুর সঙ্গে দেখা করে এক কাপ কফি খেতে গেলে মুশকিলে পড়তে হয়। কারণ পরের দিনের সান্ধ্য আড্ডায় যাওয়ার আগে যে উপহার কেনার, তা আর হয়ে ওঠে না। আবার পোশাক-গয়না কিনতে বেরোলে কফি খাওয়ার সুযোগ হয় না।

Advertisement

সে সমস্যার সমাধান করতেই শুরু হয়েছে পপ-আপ প্রদর্শনী। প্রিন্স আনোয়ার শাহ রোডের ‘বোহো ট্রাঙ্ক কাফে অ্যান্ড স্টোর’-এ গেলেই দেখা যাবে রকমারি পোশাক ও গয়না। নিজের জন্য তো কেনা যাবেই, সঙ্গে মিলবে উপহার দেওয়ার মতো সামগ্রী।

প্রদর্শনীতে শিল্পী সুজয়প্রসাদ।

সুতি ও সিল্কের তৈরি রকমারি পোশাক রা‌খা হয়েছে প্রদর্শনীতে। রয়েছে শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের হাতে তৈরি গয়নাও। আবার একই ছাদের তলায় মিলবে নানা দেশের খাবার। সঙ্গে তো থাকছেই চা-কফি।

Advertisement

আজ, বৃহস্পতিবার থেকে প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত ১০টা মধ্যে যে কোনও সময়ে পৌঁছে গেলেই হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement