Delhi Assembly Election 2025

নিরাপত্তার দায়িত্বে কেন গুজরাত পুলিশ? প্রশ্ন কেজরীওয়ালের, পাল্টা জবাব দিল বিজেপিও

বৃহস্পতিবার পঞ্জাব পুলিশ কেজরীওয়ালের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের কথা জানায়। শনিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দিল্লি থেকে পঞ্জাব পুলিশকে সরিয়ে গুজরাত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:২৭
Share:

আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

দিন দু’য়েক আগেই পঞ্জাব পুলিশ আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালের নিরাপত্তার থেকে সরেছে। পঞ্জাব পুলিশের ডিজি জানান, নির্বাচন কমিশনের নির্দেশেই এমন পদক্ষেপ। সেই আবহে এ বার কেজরীওয়াল দাবি করলেন, তাঁর নিরাপত্তার দায়িত্বে নাকি গুজরাত পুলিশকে রাখা হয়েছে! তাঁর প্রশ্ন, এমন পদক্ষেপের উদ্দেশ্য কী?

Advertisement

বৃহস্পতিবার পঞ্জাব পুলিশ কেজরীওয়ালের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের কথা জানায়। পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানান, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং কেজরীওয়ালের উপর হামলার হুমকি রিপোর্ট পাওয়ার পরেই তাঁদের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দিল্লি পুলিশ এবং নির্বাচন কমিশনের নির্দেশের পর কেজরীওয়ালের সেই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। গৌরব আরও বলেন, ‘‘আমরা তাঁদের (মান এবং কেজরীওয়াল) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ওঁদের সঙ্গে যোগাযোগ রাখব। দিল্লি পুলিশের সঙ্গেও যাবতীয় তথ্য ভাগ করে নেব।’’ শনিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দিল্লি থেকে পঞ্জাব পুলিশকে সরিয়ে গুজরাত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

কেজরীওয়ালের প্রশ্ন নিয়ে শোরগোল শুরু হতেই জবাব দিয়েছেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। তাঁর জবাব, নির্বাচন কমিশন দিল্লির ভোটের জন্য অন্যান্য রাজ্য থেকে পুলিশ চেয়েছে। তবে কেজরীওয়াল শুধু কেন গুজরাতের নাম নিলেন? কেজরীওয়ালের উদ্দেশে হর্ষ বলেন, ‘‘আমি বিস্মিত আপনি নির্বাচন কমিশনের নিয়ম জানেন না দেখে। কমিশন শুধু গুজরাত নয়, বিভিন্ন রাজ্য থেকেই পুলিশ চায়। তাদের অনুরোধেই গুজরাত থেকে আট কোম্পানি এসআরপি বাহিনী পাঠানো হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement