Aishwarya Rai Bachchan

Aishwarya Rai Bachchan at Cannes 2022: বয়স সংখ্যামাত্র! কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যার সাজ সে ইঙ্গিতই দিল

প্রত্যেক বছর ফ্রেঞ্চ রিভেরায় নিজের রূপের দ্যুতি ছড়ান ঐশ্বর্যা। কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি তিনি। এ বারও সেই ধারায় অন্য়থা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১২:২১
Share:

ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: রয়টার্স

চলছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে প্রতি বছর জড়ো হন হাজার হাজার তারকা। এই উৎসবে কোন তারকা কী পরলেন, তা নিয়ে চর্চা চলে সারা বছর ধরে। কার পোশাক কত অদ্ভূত, কে কত দামি পোশাক পরলেন— তা-ও হয়ে ওঠে চর্চার বিষয়। দীপিকা থেকে তমান্না— এই বছরের কান উৎসবে ভারতীয় অভিনেত্রীদের সাজপোশাক নজর কাড়ছে অনেকের। এ বার প্রকাশ্যে এল ঐশ্বর্যা রাই বচ্চনের সাজ।

প্রত্যেক বছর ফ্রেঞ্চ রিভেরায় নিজের রূপের দ্যুতি ছড়ান অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি তিনি। এ বারও সে ধারায় অনথ্যা হয়নি। উৎসবের দ্বিতীয় দিন টম ক্রুজের ছবি ‘টপ গান মারভিক’-এর প্রিমিয়ারে হাজির হলেন ঐশ্বর্যা। পঞ্চাশ ছুঁইছুঁই অভিনেত্রীর সাজপোশাক দেখে মুগ্ধ অনুগামীরা।

Advertisement

বিদেশি পোশাকশিল্পীর নকশা করা কালো স্লিট গাউনে সেজে উঠেছিলেন অভিনেত্রী। সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল সেই গাউনে রঙিন থ্রিডি ফুলেল মোটিফের কারুকাজ। গাউনের স্লিট অংশে আর ডান কাঁধ জুড়ে রঙিন ফুলের সেই নকশা অভিনেত্রীর পোশাকের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। খোলা চুল, মায়াবী চোখের সাজ আর হালকা মেকআপেই সেজেছিলেন নায়িকা। তাঁর সাজপোশাক দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্তগণ। আগামী দিনে তাঁর পোশাকে কী নতুন চমক থাকবে, সেই দিকে তাকিয়ে নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement