পুজোয় বৃষ্টি নামলে কেমন পোশাক বেছে নেবেন? ছবি: সংগৃহীত।
বৃষ্টি এ বার লম্বা সময় ধরেই চলছে। পুজোর সময়েও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেই মনে করছেন অনেকে। একেই ভ্যাপসা গরমে ঘেমেনেয়ে অস্থির, তার উপর বৃষ্টি হলে সাজগোজ সব নষ্ট হবে। ভেজা পোশাকেই মণ্ডপে মণ্ডপে ঘুরতে হবে। তাই পোশাক বাছাইয়ের ক্ষেত্রে এক দিকে যেমন প্যাচপেচে গরমের কথা মাথায় রাখতে হবে, তেমনি বর্ষায় স্বচ্ছন্দ থাকা যাবে, এমন পোশাকও বেছে নিতে হবে।
ভেবেচিন্তে পোশাক বাছুন
পুজোর ক’দিন বৃষ্টি নামলেও তো আর ঘরে বসে থাকা যায় না। তাই বেরোতেই হবে। যদি অনেক বেশি সময় ধরে ঠাকুর দেখার পরিকল্পনা থাকে, তা হলে শিফন, জর্জেট বা এ রকম হালকা কাপড় বেছে নিতে হবে। এমন পোশাক ভিজে গেলেও তুলনায় তাড়াতাড়ি শুকোয়।
বর্ষার সময়ে খাদির কাপড় পরলেও বেশ আরাম হয়। খাদির কুর্তি, টপ, শার্ট পরলে বেশ ভাল মানায়। খুব বেশি আঁটসাঁট পোশাক না পরাই ভাল। রেয়ন কাপড়ের ড্রেস কিংবা কুর্তিও পরতে পারেন। বৃষ্টির দিনে পোশাক বাছাইয়ের সময়ে রঙের দিকেও নজর রাখতে হবে। এ সময়ে সাদা কিংবা হালকা রঙের পোশাক বেশি না পরাই ভাল। উজ্জ্বল রঙের পোশাক পরতে হবে। ট্রাউজ়ার্স বাছাই করার সময়ে খেয়াল রাখুন, খুব বেশি মোটা কাপড় যেন না হয়।
হালকা মেকআপেই জব্দ করুন গরম-বৃষ্টিকে
পুজোর সময়ে হয় ভ্যাপসা গরম থাকে, না হলে বৃষ্টি হয়। তাই এখন পুজোর সন্ধ্যা বা সকালে খুব বেশি ভারী সাজ করেন না অনেকেই। প্রচুর গয়না কিংবা মোটা কাপড়ের পোশাক-আশাক না পরাই ভাল। রূপটান হবে হালকা। জেল-বেস্ড বা ওয়াটার-বেস্ড ময়েশ্চারাইজ়ার মাখলে সহজে তা উঠে যাবে না। হালকা সিরামও লাগাতে পারেন।
বর্ষায় চুল রুক্ষ হবেই। এমনকি ব্লো ড্রাই করেও রুক্ষ চুলের হাত থেকে সে ভাবে মুক্তি পাওয়া যায় না। তাই চুল রুক্ষ, শুষ্ক হয়ে গেলে সিরাম লাগাতে পারেন। শ্যাম্পু করার আগে চুলে তেল মেখে নেবেন। দু’ সপ্তাহ অন্তর হেয়ার স্পা করাতে পারলে খুব ভাল হয়।
এই সময়ে ঠোঁট ফাটার সমস্যাও বাড়ে। তাই লিপস্টিক লাগানোর আগে স্ক্রাব করে ঠোঁটের মৃতকোষ তুলে ফেলুন। সারা রাত নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখলে সমস্যা একটু কমতে পারে। টিন্টেড লিপবাম লাগালেও হালকা রং ফুটে উঠবে।
কেমন জুতো বাছবেন?
বর্ষায় সবচেয়ে বেশি সমস্যা হয় জুতো নিয়ে। কাদা, মাটি, জল থইথই রাস্তায় জুতো নিয়ে সমস্যায় পড়তে হয়। এ সময়ে ক্রক্স, স্লাইডার, স্নিকার্স, স্যান্ডেল পরতে পারেন। বর্ষায় ভেজা পা নিয়ে দীর্ঘ ক্ষণ চাপা জুতো পরলে পায়ে ছত্রাকের সংক্রমণ হতে পারে। এ ক্ষেত্রে ক্রক্স জুতোর নকশায় ছোট ছোট ছিদ্র থাকে, যা তাড়াতাড়ি পা শুকিয়ে দিতে পারে। জিন্স টপ হোক কিংবা ড্রেস, পালাজ়ো, সালোয়ার— সব ধরনের পোশাকের সঙ্গেই কিন্তু স্লাইডার্স জুতো বেশ মানায়। প্যাস্টেল রঙের হোক কিংবা ন্যুড শেডের— বাজারে এখন স্লাইডার্স জুতোর বেশ কদর। বর্ষায় ফ্ল্যাট হিল কেনাই ভাল। সাধ্যের মধ্যে নানা ধরনও পেয়ে যাবেন।