Nail Care

নেল এক্সটেনশন করিয়ে নখের দফরফা? কী ভাবে পরিচর্যা করলে ফিরবে পুরনো জেল্লা?

নেল এক্সটেনশনের কৃত্রিম নখ তুলতেই দেখলেন, আসল নখের বেহাল অবস্থা। এই সময় কী ভাবে যত্ন নেবেন নিজের নখের?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:১৫
Share:

নেল এক্সটেনশেনর পর নখের দফরফা, কী ভাবে যত্ন করবেন? ছবি:ফ্রিপিক।

বিয়েবাড়ি উপলক্ষে নেল এক্সটেনশন করিয়েছিলেন। কয়েক দিন পরে কৃত্রিম নখ উঠে যেতেই টের পেলেন আসল নখের দুর্দশা। আঠা, রাসায়নিকের ব্যবহারে কৃত্রিম নখ আসল নখের উপর বসিয়ে দেওয়া হয় নেল এক্সেটনশনে। কারও কারও নখে সেই আঠার প্রভাব পড়ে। নখ ভঙ্গুর হয়ে যায়। তাই নেল এক্সটেনশনের কৃত্রিম নখ তুলে ফেলার পরে নিজের নখের যত্নআত্তিও বিশেষ ভাবে জরুরি।

Advertisement

কোন দিকে নজর দেবেন?

১. নখ নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। যাতে ময়লা না জমে, সে দিকে নজর দিতে হবে। সাবান-জলে নখ কয়েক মিনিট ভিজিয়ে রাখতে পারেন। নরম ব্রাশের সাহায্যে ঘষে নিলে ময়লা চলে যাবে।

Advertisement

২. কৃত্রিম নখ তোলার সময় আসল নখটি অনেক সময় ভেঙে যায়। তাই প্রথমেই সেটি সঠিক ভাবে ফাইল করে নিন। কিংবা কেটে নির্দিষ্ট আকার দিন। নখ যদি ক্ষতিগ্রস্ত হয়, তা হলে তা অল্প বাড়লেই কেটে ফেলুন। বেশ কিছু দিন পরে আবার নখ বাড়়ান।

৩. নখের যত্নে ময়েশ্চারাইজ়ার, কিউটিকল অয়েল মাসাজ করতে পারেন। এতে এক দিকে যেমন নখের আর্দ্রতা বজায় থাকবে, তেমনই রক্ত সঞ্চালন ভাল হবে। শীতের মরসুমে হাত, নখ, শুষ্ক হয়ে যায়। ফলে, তেল বা ক্রিম মাসাজ করলে, হাত নরম থাকবে।

৪. নখ ভাল রাখতে গেলে খাওয়াদাওয়াতেও নজর দিতে হবে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বায়োটিন যুক্ত খাবার বেছে নিন। খাবারের তালিকায় আখরোট, পেস্তা, মরসুমি ফল, রকমারি বীজ থাকলে নখও শক্তপোক্ত হবে।

৫. ম্যানিকিয়োর করালেও, কৃত্রিম নখ তোলার পরেই নখরঞ্জনী ব্যবহার না করাই ভাল। দীর্ঘ দিন কৃত্রিম নখের তলায় চাপা পড়ে থাকায় নিজস্ব নখের স্বাস্থ্য ভাল থাকে না। অনেক সময় নখে দাগও হয়ে যায়। তাই এই সময় রাসায়নিকের ব্যবহার যথাসম্ভব এড়িয়ে চলা দরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement