Katrina Kaif Beauty Secret

শাশুড়ির বানানো তেলেই একঢাল রেশমের মতো চুল ক্যাটরিনার, কী কী মেশান তাতে?

এক ঢাল লম্বা চুল রাখতে রীতিমতো পরিচর্যাও করতে হয় ভিকি-ঘরণীকে। তবে বাইরের কোনও প্রসাধনী নয়, শাশুড়ি মায়ের ঘরে তৈরি তেলেই নাকি এমন মসৃণ ও রেশমের মতো চুল তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬
Share:

কেমন তেল চুলে মাখেন ক্যাটরিনা? ফাইল চিত্র।

চল্লিশ পেরিয়েও যেমন জেল্লাদার ত্বক, তেমনই চুলের ঘনত্ব ক্যাটরিনার। কখনওই খুব বেশি মেকআপে দেখা যায় না তাঁকে। ত্বকের স্বাভাবিক দীপ্তিতেই তিনি উজ্জ্বল। এক ঢাল লম্বা চুল রাখতে রীতিমতো পরিচর্যাও করতে হয় ভিকি-ঘরণীকে। তবে বাইরের কোনও প্রসাধনী নয়, শাশুড়ি মায়ের ঘরে তৈরি তেলেই নাকি এমন মসৃণ ও রেশমের মতো চুল তাঁর।

Advertisement

ভিন্ন সংস্কৃতিতে বড় হলেও শাশুড়ি মায়ের খুবই কাছের ক্যাটরিনা। নানা সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। তাঁর ডায়েট ও রূপচর্চা নিয়ে নাকি তাঁর শাশুড়িই খুবই যত্নবান। ক্যাটরিনার যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা। পুত্রবধূর ঘন লম্বা চুলের পিছনে তাঁর নাকি বড় ভূমিকা রয়েছে! নিজে হাতে তেল বানিয়ে পুত্রবধূর চুলে মালিশ করেন তিনি।

কী ভাবে তৈরি করেন সেই তেল? ক্যাটরিনা জানিয়েছেন, পুরোপুরি ভেষজ উপাদান দিয়ে তৈরি হয় সেই তেল। আমলকি, অ্যাভোক্যাডো, পেঁয়াজের সঙ্গে কয়েক রকম এসেনশিয়াল অয়েল মিশিয়ে তৈরি হয় সেই তেল। এই তেল চুলে মালিশ করলেই সব রুক্ষ ভাব দূর হয়ে যায়। চুল পড়ার সমস্যাও কমে।

Advertisement

অভিনেত্রী জানাচ্ছেন, পেশার কারণে বিভিন্ন রকম ভাবে কেশসজ্জা করতে হয় তাঁদের। ত্বকে নানা প্রসাধনীও মাখতে হয়। কিন্তু তাঁর ত্বক খুবই স্পর্শকাতর। তাই দিনের শেষে ত্বকের পরিচর্যায় বিশেষ খেয়াল রাখতে হয় তাঁকে। চুলের ক্ষেত্রেও তাই। নানা রকম কেশসজ্জার কারণে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। সেই কারণেই নিয়মিত চুলে তেল মালিশ করতে হয় তাঁকে। শাশুড়ির বানানো তেলে সত্যিই জাদু আছে বলে মনে করেন ক্যাটরিনা। ওই তেল মেখেই নাকি তাঁর চুল খুবই মজবুত, চুলের ঘনত্বও নাকি আগের থেকে অনেক বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement