Beauty Tips

ক্যাটরিনার মতো ত্বক চান? রাতে না দিনে, কখন কী ভাবে রূপচর্চা করেন অভিনেত্রী?

ক্যাটরিনা কইফের সৌন্দর্য নিয়ে বরাবরই কৌতূহল অনুরাগীমহলে। তিনি কী খান, কী ভাবে ত্বকের যত্ন নেন? জানুন তাঁর রূপ-রহস্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:৫০
Share:

ক্যাটরিনার মতো সৌন্দর্য চান? কী ভাবে ত্বকের যত্ন নেন নায়িকা? ছবি: সংগৃহীত।

বয়স ৪০ পেরিয়েছে। তবে লাবণ্য এতটুকু কমেনি। নির্মেদ চেহারা, ধারালো চোখমুখ, উজ্জ্বল মুখ। তাঁকে দেখলে এখনও বহু পুরুষের হৃদয়ে ঝড় ওঠে। কথা হচ্ছে বি টাউনের অভিনেত্রী ক্যাটরিনা কইফকে নিয়ে।

Advertisement

নায়িকার সৌন্দর্য নিয়ে চর্চা বরাবরই। অনুরাগীরা জানতে চান, কী ভাবে এমন রূপের অধিকারী তিনি? মহিলারাও আগ্রহী অভিনেত্রীর রূপ-রহস্য জানতে। নায়িকারা দিনভর ডায়েট মেনে চলেন, সকলেই জানেন। এর সঙ্গে জরুরি হল শরীরচর্চা। তবে তাঁরা মুখে কী মাখেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

বেশ কিছু দিন আগে একটি ভিডিয়োতে অভিনেত্রী জানিয়েছেন তাঁর রূপ-রহস্য। ঘুম থেকে উঠেই ত্বকের যত্ন নেন তিনি। সকালে উঠে কয়েক ফোঁটা ফেশিয়াল অয়েল মুখে মেখে ফেলেন। হালকা হাতে মালিশ করে নেন। আর তাতেই ঝলমলে থাকে তাঁর ত্বক।

Advertisement

তবে শুধু যে রূপচর্চায় কাজ হয় না, তা হয়তো সকলেই জানেন। ত্বক ভাল রাখতে জল খাওয়া জরুরি। আর তাই ক্যাটরিনার সকাল শুরু হয় ২ গ্লাস জল দিয়ে। পুষ্টিবিদেরা বলেন, জল ডিটক্স পানীয়, যা শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বার করতে সাহায্য করে। ঘুম থেকে উঠে জল খাওয়া খুব জরুরি। জল খাওয়ার পরে অভিনেত্রী খান সেলেরির রস।

এটি ধনেপাতার মতো দেখতে এক ধরনের শাক। এতে রয়েছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং ফ্ল্যাভোনয়েডস। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এতে যা ত্বক উজ্জ্বল রাখতে ভীষণ কার্যকর।

অভিনেত্রীর কথায়, সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। পাশাপাশি যতটা সম্ভব প্রসাধনীর ব্যবহারও এড়িয়ে চলতে চান নায়িকা। শুটিং ছাড়া অন্যান্য সময় বিশেষ মেকআপ করা তাঁর পছন্দ নয়।

চলতি বছরের শুরুতেই ‘মেরি ক্রিসমাস’ নামে ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। ছবিতে ক্যাটরিনার অভিনয়ও প্রশংসা পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement