Nail Polish

পঞ্চমীতে পরা নেলপলিশ লক্ষ্মীপুজো পর্যন্ত রাখতে চান? তা হলে মানতে হবে কোন টোটকা

নেলপলিশের রং সাজের একটি অন‍্যতম অঙ্গ। দীর্ঘ দিন না হলেও অন্তত পুজোর কয়েকটি দিন যাতে নেলপলিশ অটুট থাকে, তাই মেনে চলুন কয়েকটি নিয়ম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৮
Share:

নখের সৌন্দর্য ধরা থাকে নেলপালিশের রঙে। প্রতীকী ছবি।

পুজোয় জমিয়ে সাজবেন অথচ পোশাকের সঙ্গে মিলিয়ে নেলপালিশ পরবেন না তা কী করে হয়। নখের সৌন্দর্য ধরা থাকে নেলপালিশের রঙে। সে রং লাগাতে না লাগাতেই যদি উঠে যায় তা হলে সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। নেলপালিশের রং সাজের একটি অন‍্যতম অঙ্গ। দীর্ঘ দিন না হলেও অন্তত পুজোর কয়েকটি দিন যাতে নেলপালিশের রং অটুট রাখতে চাইলে মেনে চলুন কয়েকটি নিয়ম।

Advertisement

মোটা করে নেলপলিশ লাগানোর বদলে হালকা করে লাগান এতে অনেক দিন নখে থাকবে রং। প্রতীকী ছবি।

১) নখ ভিজে থাকলে নেলপলিশ বসতে চায় না। নেলপলিশ লাগানোর আগে ভাল করে হাত ধুয়ে মুছে শুকনো করে নিন। ভেজা নখে যদি নেলপলিশ লাগান, সে ক্ষেত্রে এক-দু’দিন পর থেকেই উঠতে শুরু করবে।

২) অনেকে মনে করেন পুরু করে নেলপলিশ লাগালে বেশ অনেক দিন রং তাজা থাকবে। তবে এই ধারণা ঠিক নয়। মোটা করে নেলপলিশ লাগানোর বদলে হালকা করে লাগান। অনেক দিন নখে থাকবে রং।

Advertisement

৩) নেলপলিশ লাগানোর পর অনেকেই তা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেন। এতে প্রাথমিক ভাবে শুকিয়ে গিয়েছে মনে হলেও, আসলে ভিতরে কাঁচা থেকে যায়। ফলে জল লাগলে বা জামাকাপড়ে ঘষা লেগে নেলপলিশ উঠে যায় সহজেই। তাই নেলপলিশ লাগিয়ে বাইরের খোলা হাওয়ায় শুকিয়ে নিন। রং বজায় থাকবে দীর্ঘ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement