Tamarind for Skin Care

তেঁতুলেই দূর হবে ট্যান, কী ভাবে মাখবেন, আর কী কী উপকার পাবেন?

বিভিন্ন ফেসপ্যাক, ক্রিম ব্যবহার করেও অনেক সময় রোদে পোড়া দাগ দূর করা যায় না। তবে ঘরোয়া উপকরণে ট্যান দূর করতে চাইলে ব্যবহার করতে পারেন তেঁতুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮
Share:

ছবি: সংগৃহীত।

শীতের রোদে ট্যান পড়ে না! এই ধারণা মন থেকে একেবারে মুছে ফেলা জরুরি। বরং শীতের রোদ খানিক মিঠেকড়া। সকালের নরম আলোয় মন শান্ত হলেও, বেলা বাড়লে রোদের তীব্রতা বাড়ে। আর সেই রোদে পোড়ে ত্বক। বিভিন্ন ফেসপ্যাক, ক্রিম ব্যবহার করেও অনেক সময় রোদে পোড়া দাগ দূর করা যায় না। তবে ঘরোয়া উপকরণে ট্যান দূর করতে চাইলে ব্যবহার করতে পারেন তেঁতুল। কারণ এই ফলে রয়েছে ফসফরাস, মিনারেলস, ম্যাগনেশিয়াম, যেগুলি ত্বকের জেল্লা ফেরাতে ওস্তাদ। কী ভাবে ব্যবহার করবেন?

Advertisement

১) চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। এই প্যাক সারা মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিয়ে মিনিট দশেক রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। তৈলাক্ত ত্বক থাকলে এই ফেসপ্যাক বেশ উপকারী।

২) ২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার ও ১ চা চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলি দূর হয়। চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। বেকিং সোডা ত্বকের জেল্লা ফিরিয়ে আনে।

Advertisement

৩) পরিমাণ মতো তেঁতুল গরম জলে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ক্বাথ বার করে নিন। দু’চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে দু’বার ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement