ছবি: সংগৃহীত।
শুষ্ক এবং প্রাণহীন চুল সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়ায়। তাই ত্বকের পাশাপাশি চুলেও চাই জেল্লা। চুলের পরিচর্যায় তেলের গুরুত্ব অপরিসীম। তবে চুল হোক কিংবা ত্বক, ধরন অনুযায়ী যত্ন নেওয়া জরুরি। এমনিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় চুল হয়ে পড়ে নিষ্প্রাণ। অন্য দিকে চুল শুষ্ক হয়ে যাওয়া, খুশকির সমস্যা তো আছেই। তা ছাড়া মাথার ত্বকের পিএইচ মাত্রা বজায় রাখাও ভীষণ জরুরি। আর এই এতগুলি একসঙ্গে করার ক্ষমতা রাখে অলিভ অয়েল। স্যালাডের ড্রেসিং থেকে ডায়েটের রান্না, দৈনন্দিন জীবনে অলিভ অয়েলের ভূমিকা রয়েছে। তবে চুলের পরিচর্যায় ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। কী কী উপকার পাবেন?
১) বিভিন্ন রাসায়নিক প্রসাধনী ব্যবহার করে আপনার চুল কি শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে? অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। নিয়মিত অলিভ অয়েল ব্যবহারে চুল হয়ে উঠবে স্বাস্থ্যজ্জ্বল।
২) খুশকিকে চিরতরে বিদায় জানাতে নিয়মিত ব্যবহার করুন অলিভ অয়েল। এক চামচ লেবুর রসের সঙ্গে তিন চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন। স্নানের আধ ঘন্টা আগে মাথায় মেখে, ক্ষারমুক্ত শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে যদি ২-৩ বার এই নিয়ম মানেন, তা হলে চুলের বহু সমস্যা দূরে চলে যাবে।
৩) ক্ষতিগ্রস্ত চুলের সবচেয়ে বড় সমস্যা হল ডগা ফাটা। চুলের ডগা ফাটা রোধ করতে চুল ধোয়ার পরেই সামান্য অলিভ অয়েল নিয়ে লাগিয়ে নিন চুলের ডগার দিকে। এই তেল যেহেতু হালকা তাই চুল চটচট করে না। তবে পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে। বেশি অলিভ অয়েল মাখলে আবার মাথার ত্বক আঠালো হয়ে যেতে পারে।