তেলের গুণেই ভাল হবে চুল। কিন্তু কী সেই তেল? ছবি: ফ্রিপিক।
চুল নিয়ে সমস্যা রকমারি। কারও মাথায় চিরুনি বোলালেই চুল ওঠে গোছাগোছা, কারও আবার চুল বাড়তেই চায় না। তার উপর খুশকি, ডগা ফাটার সমস্যাও থাকে কারও কারও। এত সমস্যার সমাধান কী ভাবে হবে তা নিয়েই চিন্তা?
বেশি না ভেবে প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করে ফেলতে পারেন এক বিশেষ তেল। নিয়মিত ব্যবহারে চুল হবে ঘন, সুন্দর।
চুলের জন্য নারকেল তেল, কারিপাতা, নিমপাতা, আমলকি ভীষণ উপকারী। প্রতিটি উপাদানের নিজস্ব গুণ আছে। নারকেল তেলে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আমলকি থাকে ভিটামিন সি। কারিপাতাও চুল ঝরা বন্ধ করে। নিমপাতা সংক্রমণ দূর করে। তবে এই ক’টি নয়, এর সঙ্গে আরও কয়েকটি উপাদান মিশিয়ে নিতে হবে।
উপকরণ
২০০ মিলিলিটার নারকেল তেল
৫০ মিলিলিটার ক্যাস্টর অয়েল
৫০ মিলিলিটার অলিভ অয়েল
২ টেবিল চামচ মেথি দানা
এক মুঠো কারিপাতা
২ চামচ আমলকি গুঁড়ো
৫-৬টি জবা ফুল
২ টেবিল চামচ ভৃঙ্গরাজ গুঁড়ো
একমুঠো নিমপাতা
রোজমেরি অয়েল ১০ ফোঁটা
ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা
একটি পরিষ্কার পাত্রে নারকেল, ক্যাস্টর এবং অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। চুলের আর্দ্রতা বজায় রাখতে কাজ করবে এই তেলগুলি। হামানদিস্তায় মেথি দানা একটু পিষে তেলে মিশিয়ে দিতে হবে। নিম এবং কারিপাতা কুচিয়ে দিন। খুশকি, মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধে এই পাতা সাহায্য করবে। এর পরে যোগ করতে হবে আমলকি এবং ভৃঙ্গরাজের গুঁড়ো। চুলের বৃদ্ধির জন্য ভৃঙ্গরাজ বিশেষ কার্যকর। এর পর মিশিয়ে দিন জবা ফুল।
সমস্ত উপকরণ কম আঁচে ভাল করে নাড়তে হবে। আঁচ যেন কোনও ভাবেই বেশি না হয়। তা হলে তেলের গুণ নষ্ট হয়ে যাবে। তেল ঠান্ডা হলে কাচের শিশিতে ভরে নিন। মিশিয়ে নিন এসেনশিয়াল অয়েল।
এই তেল নিয়মিত মাখলে চুলের বিভিন্ন সমস্যা দূর হবে। তেল চুলের গোড়ায় লাগিয়ে হালকা হাতে মালিশ করলেই হবে।