Skin care

DIY Face Primer: মাত্র তিনটি উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন ফেস প্রাইমার! রইল পদ্ধতি

চেহারায় একটি ফুরফুরে ভাব আনতেও প্রাইমার কাজে আসে। খুব সাজতে ইচ্ছা না করলে প্রাইমারের উপর ব্লাশার ও কম্প্যাক্ট দিয়েও সম্পূর্ণ করতে পারেন সাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২২ ২১:২৮
Share:

প্রাইমারের নিজেরই ঔজ্জ্বল্য আছে।

মেক আপ করতে অনেকেই ভালবাসেন। ইদানীং অনলাইনে নানা ভিডিয়ো দেখে অনেকেই মেক আপে হাত বেশ পোক্ত করেছেন! তবে অনেকেই মেক আপ করার সময়ে একটি বড় ভুল করে বসেন। যার ফলে মেক আপ যত সুন্দরই করুন না কেন সেটি মোটেই দীর্ঘস্থায়ী হয় না!

Advertisement

আপনার সঙ্গেও কি এমনটাই হয়? ভুলটা কোথায় হচ্ছে জানেন? মেক আপের সব সামগ্রী ব্যবহার করলেও অনেকেই বাদ দিয়ে দেন প্রাইমার। এই সামগ্রী ত্বককে চড়া মেক আপের হাত থেকে সুরক্ষা দেয়। তা ছাড়া, মেক আপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখতেও এর জুড়ি মেলা ভার।

চেহারায় ফুরফুরে ভাব আনতেও প্রাইমার কাজে আসে। খুব সাজতে ইচ্ছা না করলে প্রাইমারের উপর ব্লাশার ও কম্প্যাক্ট দিয়েও সম্পূর্ণ করতে পারেন সাজ। প্রাইমারের নিজেরই ঔজ্জ্বল্য আছে। তাই ত্বক চকচকে করে তোলে, সাজে ঔজ্জ্বল্য আসে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

প্রতীকী ছবি

আপনি চাইলে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন নিজস্ব প্রাইমার। বাজারচলতি রাসায়নিকযুক্ত প্রাইমারের তুলনায় এর গুণ অনেক বেশি!

কী ভাবে বানাবেন?

একটি পাত্রে তিন চামচ জল, এক বড় চামচ অ্যালো ভেরা জেল ও দু’ফোটা আমন্ড অয়েল নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণটি কাচের পাত্রে ভরে রাখুন। মেক আপ করার সময়ে ফাউন্ডেশন ব্যবহার করার আগে এই মিশ্রণটি অবশ্যই ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement