ছবি : সংগৃহীত।
ফেসবুক, ইনস্টাগ্রামের রিল আর ইউটিউবের ভিডিয়োর দৌলতে মেকআপ করতে এখন অনেকেই জানেন। মেকআপ করার সরঞ্জামও মজুত যেকোনও সাজগোজের দোকানে। প্রয়োজন বুঝে শুধু কিনে নেওয়ার অপেক্ষা। কিন্তু মেক আপের সরঞ্জামের যত্ন কী ভাবে নেবেন, তা জানেন কি? মেকআপের সরঞ্জাম সরাসরি ত্বকের সংস্পর্শে আসে। তাই পরিচ্ছন্ন না রাখলে তা থেকে ত্বকের সমস্যাও হতে পারে।
মেকআপের নানা সরঞ্জামের মধ্যে স্পঞ্জ অন্যতম। মুখের বেস মেকআপটির শিল্পী হল ওই স্পঞ্জ। স্পঞ্জকে পরিষ্কার করার জন্য অনেকেই জলের তলায় ধরে কচলে ধুয়ে নেন। কিন্তু তাতে স্পঞ্জে জমে থাকা পুরনো স্বেদ, মৃত কোষ, মেকআপ সম্পূর্ণ সরিয়ে ফেলা যায় কি! রূপটানশিল্পীরা বলছেন স্পঞ্জ পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। ভাল ভাবে পরিষ্কার কিছু সহজ উপায়ও রয়েছে।
কী ভাবে পরিষ্কার রাখবেন স্পঞ্জ
১। মাইক্রোওয়েভে রাখা যায় এমন একটি কাপে জল এবং সাবান মিশিয়ে তাতে স্পঞ্জটি ডুবিয়ে প্রায় এক মিনিটের জন্য কাপটিকে মাইক্রোওয়েভে গরম করুন এবং কাপটি বার করার আগে একটু ঠান্ডা হতে দিন। বার করার পর দেখবেন আপনার প্রসাধনীর স্পঞ্জটি পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে।
২। একটি পাত্রে অলিভ অয়েল এবং তরল সাবানের মিশ্রণ তৈরি করে স্পঞ্জটি তাতে ভিজিয়ে রাখুন। কিছু ক্ষণ পর ওই মিশ্রণ থেকে তুলে জলের তলায় রেখে কচলে পরিষ্কার করুন। প্রতি দুই সপ্তাহে এক বার এ ভাবে মেকআপের স্পঞ্জ পরিষ্কার করে নিলে ভাল।
৩। ধোয়ার পরও ব্যাকটিরিয়া বা জীবাণু মেকআপের স্পঞ্জে থাকতেই পারে। কারণ আর্দ্র বা স্যাঁতসেঁতে পরিবেশে জীবাণুর বৃদ্ধি হয় দ্রুত। ধোয়ার পর ভাল ভাবে রোদে শুকিয়ে নিন স্পঞ্জ। মাসে এক বার, মেকআপ স্পঞ্জগুলি উপযুক্ত ভাবে স্যানিটাইজারের মাধ্যমে জীবাণুমুক্ত করুন।