ঠোঁটের কালচে দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপায়ে। ছবি: সংগৃহীত
গোলাপি নরম ঠোঁট পছন্দ সকলেরই। তবে নানা কারণে ঠোঁটের কোণে দেখা দেয় কালচে দাগ। কারও বা কালো দাগছোপ দেখা দেয় ঠোঁটের নিচের অংশে। হালকা রঙের লিপস্টিক লাগিয়েও লাভ হয় না। তবে ঠোঁটের কালচে দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপায়ে।
১) অনেকের বাড়িতেই পাতিলেবু মজুত থাকে। পাতিলেবু যে কোনও নাছোড় দাগছোপ তুলতে সাহায্য করে। ঠোঁটের কালচে ভাব দূর করতে পাতিলেবু দিনে দু’বার করে ঠোঁটে ঘষে নিতে পারেন।
ছবি: সংগৃহীত
২) পাতিলেবুর সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু। এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভাল ভাবে তা ঠোঁটে লাগান। ঘণ্টাখানেক রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।
৩) ত্বকের যত্ন নিতে হলুদ খুবই উপকারী। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভাল করে ঠোঁটে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
৪) গোলাপজল ত্বকের জন্য আর একটি উপকারি উপাদান। ঠোঁটের কালচে ভাব দূর করতে একটি তুলোয় খানিকটা গোলাপজল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৫) ঠোঁটের কালচে ভাব দূর করতে নারকেলের ভূমিকা কিছু কম নয়। নিয়মিত ঠোঁটে নারকেল তেল ব্যবহার করলে এই সমস্যা দূর হয়।