ছবি: সংগৃহীত।
খুশকির সমস্যা কিন্তু একেবারেই মেয়েলি নয়। পুরুষেরও খুশকি হতে পারে। সাধারণত শীতকালীন আবহাওয়ায় খুশকির সমস্যা বাড়ে বলে, বর্ষায় হবে না তার কোনও মানে নেই। বর্ষাতেও খুশকিতে ভরে যেতে পারে মাথা। তখন কী ভাবে মুক্তি পাবেন পুরুষেরা?
নারকেল তেল
চুলের পরিচর্যায় মহিলারা নারকেল তেল ব্যবহার করলেও পুরুষদের ক্ষেত্রে নারকেল তেল ব্যবহারকারীর সংখ্যাটা খুবই কম। খুশকির সমস্যা কমানোর পাশাপাশি নারকেল তেল মাথার ত্বকের বিভিন্ন সংক্রমণও প্রতিরোধ করে। সপ্তাহে দু’বার উষ্ণ নারকেল তেল মালিশ করলে ভাল থাকে চুল, দূর হয় খুশকি।
টক দই
খুশকির সমস্যা এড়াতে ছেলেরা ব্যবহার করতে পারেন টক দই। সপ্তাহে দু থেকে তিন দিন টক দই ফেটিয়ে চুলের গোড়ায় লাগাতে পারেন। এতে খুশকির সমস্যা থেকে সমাধান মিলবে সহজেই।
লেবুর রস
শ্যাম্পু করার সময় শ্যাম্পুর মধ্যে দু থেকে তিন চামচ পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে নিন। সপ্তাহে তিন দিন শ্যাম্পুর সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় মাখলে সহজেই দূর হবে খুশকি।