Makeup Hacks

Makeup Hacks: রূপটানের জন্য বাড়তি সময় খরচ করতে নারাজ? বেছে নিন কয়েকটি সহজ কৌশল

আলাদা সময় খরচ না করেও নিজেকে আকর্ষণীয় করে তুলবেন কী ভাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ২০:৩৭
Share:

ভ্রূ ভরাট করতে সাহায্য নিন মাস্কারার। ছবি: সংগৃহীত

অফিস এবং বাড়ি একই সঙ্গে দুটোই সামলান যাঁরা, অফিস যাত্রার আগে রূপটানের জন্য তাঁদের হাতে আলাদা করে বিশেষ সময় থাকে না। তবে রূপটানের ক্ষেত্রে এমন কিছু কৌশল আছে যেগুলি মেনে চললে বাড়তি সময় খরচ করতে হবে না।

Advertisement

কী সেই কৌশল?

Advertisement

১) তাড়াহুড়োর সময় তৈলাক্ত চুল সামলাতে বেছে নিন এমন একটি শ্যাম্পু, যা দ্রুত চুলকে শুকিয়ে উঠতে সাহায্য করে।

২) কাজল পরতে গিয়ে দেখছেন, কাজল পেন্সিলটি খুব শুকনো হয়ে গেছে। কী করবেন? পেন্সিলটিকে ড্রায়ারের উপর রাখুন। ভ্রূ ভরাট করতে সাহায্য নিন মাস্কারার।

ছবি: সংগৃহীত

৩) ঠোঁটে লিপস্টিকের রং সারাদিন ধরে রাখতে লিপস্টিক পরার পর তাতে পাউডার লাগিয়ে নিন।

৪) মুখটি সঠিক ভাবে কনট্যুর করার জন্যে গাল ও চোখের চারপাশে বাংলা ৩ সংখ্যার মতো এঁকে নিন। তার পর একটি কনট্যুরিং ব্রাশ দিয়ে ভাল করে তা মিশিয়ে নিন।

৫) সাধারণ নেল পালিশের পরিবর্তে জেল নেল পালিশ পরতে পারেন।

৬) বাইরে গিয়েও চুল ঠিক রাখতে চাইলে সব সময় সঙ্গে রাখুন সিরামের বোতল।

৭) ১৫ মিনিট আগে ফ্রিজে নেল পালিশ রেখে পরলে প্রলেপ মসৃণ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement