Right Foundation For Your Skin

কোন ফাউন্ডেশনটি আপনার ত্বকের সঙ্গে মানানসই বুঝতে পারছেন না? ৫ উপায় জানলে আর ভুল হবে না

যে ফাউন্ডেশনটি কিনবেন বলে ভাবছেন, সেটি আদৌ আপনার ত্বকের সঙ্গে মানানসই হবে তো? অনলাইনে একাধিক রঙের কার্ড দেখানো হয় বটে, তবে তা দেখে ঠিক করে বোঝা সম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:২৬
Share:

সঠিক ফাউন্ডেশন বাছাই করার ৫ পদ্ধতি। ছবি: সংগৃহীত।

গায়ের রঙের সঙ্গে রং মিলিয়ে সঠিক ফাউন্ডেশনটি খুঁজে বার করা কিন্তু বেশ ঝক্কির কাজ। অনলাইনে কিনতে গেলে সমস্যা হয় আরও বেশি। যে ফাউন্ডেশনটি কিনবেন বলে ভাবছেন, সেটি আদৌ আপনার ত্বকের সঙ্গে মানানসই হবে তো? অনলাইনে একাধিক রঙের কার্ড দেখানো হয় বটে, তবে তা দেখে ঠিক করে বোঝা সম্ভব নয়। তাই সাজগোজের এই প্রসাধনীটি অন্তত দোকানে গিয়েই কিনুন, অনলাইনে নয়।

Advertisement

ফাউন্ডেশন কেনার আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন?

১) কব্জির কাছে শিরার রং দেখেই বোঝা যাবে ত্বকের ধরন। শিরার রং নীলচে হলে আপনার ত্বক শীতল প্রকৃতির। শিরার রং সবুজ হলে বুঝবেন, আপনার ত্বক উষ্ণ প্রকৃতির। আর শিরার রং যদি সঠিক ভাবে বোঝা না যায়, তা হলে বুঝবেন আপনার ত্বক উষ্ণ বা শীতল নয়, মাঝামাঝি প্রকৃতির। আপনার ত্বকের ধরন জেনে নিলেই ফাউন্ডেশন বাছাই করার ক্ষেত্রে আর সমস্যা থাকে না। ত্বকের ধরনের সঙ্গে যায়, এমন রঙের ফাউন্ডেশন চোয়ালে লাগিয়ে দেখে নিন। যে রং ত্বকের সঙ্গে বেশি মিলে যাচ্ছে, সেটিকেই বাছুন। হাতে লাগিয়ে ফাউন্ডেশন বাছাই করবেন না।

Advertisement

২) তৈলাক্ত ত্বকের জন্য অয়েল-ফ্রি, হালকা, ম্যাট ফিনিশ ফাউন্ডেশন বেছে নিন। ত্বক শুষ্ক হলে বেছে নিতে হবে ভারী এবং হাইড্রেটিং ফর্মুলার ফাউন্ডেশন। স্পর্শকাতর ত্বক হলে বেছে নিন হাইপো-অ্যালার্জেনিক ফাউন্ডেশন, এড়িয়ে চলুন ভারী ধরনের ফর্মুলা।

৩) একেক ধরনের ফাউন্ডেশন একেক রকম রূপটানের জন্য ব্যবহার করা হয়। তাই আগে থেকে স্থির করে নিন, আপনি ঠিক কেমন মেকআপ করতে চাইছেন এবং সেই মতো বেছে নিন। ম্যাট, সেমি-ম্যাট, ডিউয়ি এবং ইলিউমিনেটিং বা শিয়ার ফিনিশের ফাউন্ডেশন বাজারে পাওয়া যায়। প্রয়োজন বুঝে তবেই ফাউন্ডেশন ব্যবহার করুন।

গায়ের রঙের সঙ্গে রং মিলিয়ে সঠিক ফাউন্ডেশনটি খুঁজে বার করা কিন্তু বেশ ঝক্কির কাজ। ছবি: সংগৃহীত।

৪) ফাউন্ডেশন লাগানোর পর তা ত্বকের স্বাভাবিক তেলের সঙ্গে মেশে এবং বিক্রিয়া করে অক্সিডাইজ়ড হয়ে যায়। ফলে ফাউন্ডেশন পরখ করে দেখার সময় তা ত্বকে লাগিয়ে বেশ খানিক ক্ষণ বসতে দিন, তার পর সিদ্ধান্ত নিন কোন রঙের ফাউন্ডেশনটি কিনবেন। কারণ, ফাউন্ডেশন লাগানোর ১০ থেকে ১৫ মিনিট পর অনেক সময়ই রং সামান্য গাঢ় হয়ে যায়।

৫) দোকানের উজ্জ্বল আলোর নীচে ফাউন্ডেশনের রং যাচাই করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আলো কম রয়েছে এমন জায়গায় ভাল করে বুঝতে পারবেন আদৌ সেটি আপনার ত্বকের সঙ্গে মানাচ্ছে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement