রূপটান শিল্পী নির্বাচনের আগে কী কী মাথায় রাখবেন? ছবি: সংগৃহীত।
এখন বিয়ের বছরখানেক আগে থেকেই পছন্দের রূপটান শিল্পীকে আগেভাগে বলে রাখতে হয়। সব মেয়েই বিয়ের দিনের সাজ সম্পর্কে কমবেশি খুঁতখুঁতে হন। বিয়ের দিনের সাজ ভাল না হলে ছবিও ভাল ওঠে না, তাই সাজের সঙ্গে কোনও মেয়েই কোনও রকম আপস করতে রাজি নয়। বর্তমান ট্রেন্ড অনুযায়ী, পোশাকের পাশাপাশি বিশেষ যত্ন নেওয়া হয় মেকআপের। বিয়ের দিনে কনের সম্পূর্ণ সাজ রূপটান শিল্পীর হাতের কাজের উপর নির্ভর করে। অনেক সময় বিয়ের মেকআপের ক্ষেত্রে ছোট ছোট ভুল কনের সৌন্দর্য সৃষ্টিতে সমস্যা তৈরি করে। বিয়ের দিন আপনি কী রকম লুক চাইছেন, বিয়ের অনুষ্ঠান কখন হচ্ছে, আপনার বাজেট, কেমন চুলের স্টাইল করবেন এই সব কিছুই কিন্তু মেকআপের মধ্যেই পড়ে। তাই সঠিক রূপটান শিল্পী নির্বাচন করতে হবে ভেবেচিন্তে। সমাজমাধ্যম খুললেই এখন রূপটান শিল্পীদের নানা রকম ভিডিয়ো চোখে পড়ে। তবে এত রূপটান শিল্পীর মাঝে কাকে আপনি নির্বাচন করবেন, তা ঠিক করার আগে জেনে নিন, কী কী অবশ্যই মাথায় রাখতে হবে।
নিজে রুপটানশিল্পীর সঙ্গে কথা বলুন
বিয়ের সাজ হোক বা বৌভাতের, বাড়ির অন্য কেউ নয়, কনেকেই রূপটান শিল্পীর সঙ্গে দেখা করে সাজগোজের বিষয়ে কথা বলতে হবে। সে দিন তিনি কেমন সাজতে চান, কী রঙের শাড়ি পরবেন, কী ফুল মাথায় লাগাবেন, গয়না কেমন থাকবে— সবই আগে থেকে কথা বলে নিন। নিজে রূপটানশিল্পীর সঙ্গে দেখা করলে আপনি কি চাইছেন সেটা নিজেই স্পষ্ট করে বলে দিতে পারবেন। আপনার লুক কেমন হবে তার কোনও নমুনা ছবি থাকলে নিয়ে যান। তবে রূপটান শিল্পী দক্ষ হলে তিনি নিজেই আপনাকে সবটা করে দেবেন।
শাড়ি, গয়না এক বার পরে দেখে নিন
বিয়ের দিন কেমন শাড়ি, গয়না পরতে চান, ঠিক কী ধরনের মেকআপ চাইছেন সেটা একবার দেখে নিতে পারলে খুব ভাল। তা হলে আপনি নিজেও বুঝতে পারবেন, সেই মতো কেনাকাটাও করতে পারবেন।
রূপটান শিল্পীর সমাজমাধ্যম ভাল করে ঘেঁটে দেখুন
রূপটান শিল্পীর ফেসবুক, ইনস্টাগ্রাম যাবতীয় সমাজমাধ্যম পরিসর খুব ভাল করে দেখে নেবেন। সম্প্রতি তিনি কেমন কাজ করেছেন, তার ছবি— এই সব। এখান থেকেই আপনি প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। তিনি ঠিক কত বছর ধরে রূপটান শিল্পী হিসাবে কাজ করছেন, তা-ও জানতে পারবেন।
সময় নিয়ে কথা বলা জরুরি
এমনটা ভাবার কোনও কারণ নেই যে, ওই দিন শুধু আপনারই বিয়ে। এক একটি বিয়ের দিনে রূপটান শিল্পীদের কাছে কম করে পাঁচটি বুকিং থাকে। তাই কোন সময়ে আপনি যাবেন তা কথা বলে রাখুন। বিয়ের মেকআপে তিন ঘন্টা অন্তত হাতে রাখবেন। আপনাকে সময়ে তৈরি করে দেওয়ার দায়িত্ব রূপটানশিল্পীর।
সঠিক বাজেট নির্ধারণ করুন
আপনার বাজেট অনুযায়ী রূপটান শিল্পী খুঁজুন। এমনকি, তিনি কতটা টাকা আগে নেবেন, কী ভাবে বাকি টাকা দেবেন এ সব কথা আগেই সেরে রাখুন। আপনার সঙ্গে আর কেউ সাজতে চাইলে সে ক্ষেত্রে কত টাকা নেবেন তা-ও কথা বলে রাখুন। টাকাপয়সা নিয়ে যাতে কোনও রকম সমস্যা না হয় সে দিকেও খেয়াল রাখুন। মনে রাখবেন মানুষের সঙ্গে সম্পর্কটাই আসল। তাই প্রাপ্য টাকা অবশ্যই মিটিয়ে দেওয়া প্রয়োজন।