men

Men’s Skin Care: রোজ দাড়ি ‌কেটে কেটে শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক? পুরুষদের জন্য রইল সমাধান

রোজ রোজ দাড়ি কাটার জেরে আরও বেশি যেন রুক্ষ হয়ে যেতে থাকে ছেলেদের ত্বক। ফলে পুরুষদের আরও বেশি করে এ সময়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৯:৫১
Share:

পুরুষদের আরও বেশি করে শীতকালে ত্বকের যত্ন নেওয়া জরুরি। 

শীত পড়তেই শুষ্ক ত্বকের সমস্যা। তা নিয়ে নাজেহাল নারী-পুরুষ, সকলেই। কিন্তু রোজ রোজ দাড়ি কাটার জেরে আরও বেশি যেন রুক্ষ হয়ে যেতে থাকে ছেলেদের ত্বক। ফলে পুরুষদের আরও বেশি করে এ সময়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি।
শীতের কয়েকটি মাস কিছু নিয়ম মেনে চলতে হবে। তবেই মসৃণ থাকবে ত্বক।

Advertisement

কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

১) রোজ দু’বেলা মুখ পরিষ্কার করতে হবে। দাড়ি কাটার সময়ে অনেকটাই ময়লা চলে যায়। কিন্তু এ সময়ে শুধু তার উপর ভরসা করলে চলবে না। কাজ থেকে ফিরে ভাল ভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করাও খুব জরুরি।

Advertisement

কাজ থেকে ফিরে ভাল ভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করাও খুব জরুরি। 

২) দাড়ি কাটার পর অবশ্যই ভাল ভাবে ময়শ্চারাইজার লাগাতে হবে। এরই পাশাপাশি, রাতে শোয়ার আগে এবং কাজ থেকে ফিরে মুখ ধোয়ার পরও ময়শ্চারাইজার লাগান।

৩) সারা দিন অল্প অল্প করে জল খেতে থাকুন। জল অনেক সমস্যার সমাধান করতে পারে। ভিতর থেকে আর্দ্র করে শরীরকে। তার সঙ্গে কোমল হয় ত্বকও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement