Foot

Foot Care Tips: পেঁয়াজ কি শুধু রান্নার উপকরণ? শীতে যত্ন নেয় পায়েরও

ভি়টামিন ই ও সি সমৃদ্ধ পেঁয়াজ রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি যত্ন নেয় ত্বক এবং পায়েরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৩:৫২
Share:

ছবি: সংগৃহীত

শীতকাল মানেই ত্বকের শুষ্কতার প্রতি বাড়তি যত্ন নেওয়া। শীতকালে ত্বকের শুষ্কতার পাশাপাশি পা ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। মূলত শীতকালের শুষ্ক আবহাওয়াই এর কারণ। এই সময় পায়ের যত্ন নিতে অনেকেই অনেক কিছু করে থাকেন। মোজা ব্যবহার করেন, পায়ে ময়েশ্চারাইজার মাখেন ইত্যাদি তবে এত কিছু করার পরও সমস্যার সমাধান মেলে না। তবে পা ফাটার সমস্যা থেকে অচিরেই মুক্তি দিতে পারে পেঁয়াজ।পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং আয়রন। ভিটামিন ই ও সি সমৃদ্ধ পেঁয়াজ ত্বকের যত্নে খুবই কার্যকর। পেঁয়াজে থাকা ভিটামিন সি ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

পেঁয়াজ কী ভাবে যত্ন নেয় পায়েরও?

Advertisement

ছবি: সংগৃহীত

মিক্সিতে পেঁয়াজগুলি একবার ঘুরিয়ে নিয়ে পেঁয়াজ থেকে ভাল করে রস বার করে নিন। পেঁয়াজের রসের মধ্যে এক চামচ মধু ও অলিভ অয়েল মিশিয়ে তুলোয় করে গোড়ালির ফাটা স্থানে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। হাল্কা শুকিয়ে এলে ঠান্ডা জলে পা ধুয়ে নিন। নিয়ম করে সপ্তাহে তিন থেকে চার বার ব্যবহার করলে ম্যাজিকের মতো কাজ দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement