গ্রাফিক— আনন্দবাজার অনলাইন।
দুর্গাপুজোর সময়ে নতুন জামা কেনা হয়। কিন্তু কালীপুজোয়? বাঙালি কি দীপাবলি বা কালীপুজোয় সাজগোজ করে না! এককালে অবশ্য সত্যিই বাঙালি পরিবারে কালীপুজোয় সাজগোজের চল ছিল না। বরং বাজির আগুনে যাতে জামাকাপড় নষ্ট না হয়ে যায়, তাই খাঁটি সুতির সাদামাঠা পোশাক পরারই অনুমতি পেত ছোটরা। বড়রাও কালীপুজোয় নতুন পোশাক বা ভাল পোশাকের ফ্যাশন নিয়ে ভাবতেন না। বাড়িতে কালীপুজো থাকলে লালপেড়ে তাঁতের শাড়ি, পাজামা-পাঞ্জাবি। পুজো না থাকলে সাধারণ পোশাক। এই ছিল ‘ট্রেন্ড’। কিন্তু কালে কালে পোশাক নিয়ে ভাবনা বদলেছে। সমাজমাধ্যমের দৌলতে দীপাবলিতে পছন্দের বলিউডের তারকারা কে কী পরছেন, তা প্রতি মুহূর্তে দেখছেন বাঙালিরাও। উৎসবকে সর্বাঙ্গে আপন করে নিতে চায় যে বাঙালি, তাদের দীপাবলির পোশাক নিয়ে উৎসাহিত করার জন্য এর বেশি কিছু দরকার ছিল না। অতএব দুর্গাপুজোর পাশাপাশি এখন কালীপুজোতেও নতুন পোশাক, ভাল পোশাক পরে বাঙালি। ইদানীং অনেকে বলিউড স্টাইলে বাড়িতে বন্ধুবান্ধবদের ‘পার্টি’ও করেন। তবে পার্টি থাক বা না থাক, দীপাবলির সাজে উৎসাহী বাঙালিকে আরও একটু সাজ সচেতন করলেন কলকাতার দুই পোশাকশিল্পী অভিষেক রায় এবং অভিষেক দত্ত।
বাঙালি থাক বাংলাতেই: অভিষেক রায়
পোশাকশিল্পী অভিষেক রায় বলছেন, ‘‘সারা দেশের কাছে দীপাবলি হতে পারে কিন্তু বাঙালির কাছে তো কালীপুজো। আমি তাই দীপাবলির ফ্যাশনেও বাঙালিয়ানাই রাখব।’’ হয়তো সে জন্যই খাস পাতৌদির নবাব সইফ আলি খানকেও দীপাবলি উপলক্ষে সাদা ধুতির সঙ্গে নিপাট বাঙালি বাবু স্টাইলের হালকা নকশার সাদা পাঞ্জাবি পরিয়েছেন অভিষেক।
সইফ আলি খানও দীপাবলিতে বেছে নিয়েছেন অভিষেকের নকশা করা ধুতি-পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম
কিন্তু বাঙালিরা এ বার কালীপুজোয় কী ভাবে সাজবেন? বহুরূপী ব্র্যান্ডের কর্ণধার অভিষেক বলছেন, ‘‘যে হেতু কালীপুজো আলোর উৎসব, প্রদীপ জ্বালানো হয়, বাজি পোড়ানো হয়। তাই ফ্যাশনের থেকেও বেশি জরুরি কোন কাপড়ের পোশাক পরছেন। আমি বলব, সুতি, লিনেন বা যে কোনও অরগ্যানিক কাপড়ই বেছে নিলে ভাল।’’
অভিষেকের নকশা করা পাঞ্জাবিতে গৌরব চট্টোপাধ্যায়। ছবি: অভিষেক রায়ের ইনস্টাগ্রাম।
অভিষেকের পরামর্শ, বাঙালির যে কোনও উৎসবে মেয়েদের জন্য শাড়ির মতো ভাল পোশাক হয় না। মেয়েরা সুতির শাড়ি পরতে পারেন, মোডাল সিল্কও পরতে পারেন। যে হেতু দীপাবলি রাতের অনুষ্ঠান, তাই উজ্জ্বল রং বেছে নিন। অভিষেক জানাচ্ছেন, এ বছর ‘রয়্যাল কালার’-এর চল বেড়েছে। রয়্যাল ব্লু, পার্পল, উজ্জ্বল পিঙ্ক। এই সব রঙের শাড়ি বা পোশাক বেছে নেওয়া যেতে পারে। তবে প্রিন্টের থেকে এক রংই বেশি ভাল লাগবে বলে মত তাঁর। ছেলেদের জন্য উৎসব উপলক্ষে অভিষেক বানিয়েছেন সেল্ফ কাজের পাঞ্জাবি। বাহুল্য থেকে খানিক দূরে ‘অল্পেই বেশি’ আদর্শে যাঁরা বিশ্বাসী। তাদের কথা ভেবেই ওই নকশা। ছেলেরা স্ট্রেট প্যান্ট বা ধুতির সঙ্গে পরতে পারেন।
অভিষেকের নকশা করা উৎসবের পাঞ্জাবিতে টোটা রায়চৌধুরি। ছবি: অভিষেক রায়ের ইনস্টাগ্রাম।
বাঁধন খুলুক বাঙালি: অভিষেক দত্ত
পোশাকশিল্পী অভিষেক দত্ত আবার দীপাবলিতে ইন্দো ওয়েস্টার্ন ফ্যাশনের পন্থী। ছেলেদের জন্য তাঁর পরামর্শ, ‘‘রণবীর সিংহের মতো ওয়াইড লেগড প্যান্টস পরতে পারেন। সঙ্গে হাঁটুঝুলের কুর্তা। আবার শর্ট কুর্তার সঙ্গে আর হাতাহীন নেহরু জ্যাকেট যাকে বান্ডি জ্যাকেট বলা হয়, সেটাও পরতে পারেন।’’
পোশাকশিল্পী অভিষেক দত্ত আবার দীপাবলিতে ইন্দো ওয়েস্টার্ন ফ্যাশনের পন্থী। ছবি: অভিষেক দত্তের ইনস্টাগ্রাম।
দত্ত অভিষেকেরও মত, কালীপুজোয় উজ্জ্বল রঙের পোশাকই পরা উচিত। তাঁর পছন্দ আবার উজ্জ্বল লাল, কমলা, গোলাপি। অভিষেক বলছেন, ‘‘এ বছর ফ্যাশনে রয়েছে কাফতান। মেয়েরা দীপাবলির রাতের জন্য হালকা অথচ স্টাইলিশ কাফতান বেছে নিতে পারেন।’’
করসেট টপের সঙ্গে শ্রাগ আর ট্রাউজ়ার পরামর্শ দিয়েছেন অভিষেক দত্ত। উপরের ছবিতে তাঁরই নকশা করা করসেট টপের সঙ্গে শ্রাগ পরেছেন মডেল। ছবি: অভিষেক দত্তের ইনস্টাগ্রাম।
আবার এ বছরের উৎসবের আগে নতুন করে ফিরে এসেছে আনারকলিও। অভিষেক বলছেন, ‘‘এত দিন যে আনারকলি উৎসবের সময় পরতে দেখেছেন, সেই আনারকলি এ বার ফিরে এসেছে জ্যাকেট হিসাবে। জ্যাকেটের ভিতর কেউ পরছেন ব্রালেট। কেউ ক্রপ টপ। তার সঙ্গে যে কোনেও ওয়াইড লেগড প্যান্ট বা পালাজ়ো পরে নিতে পারেন। আবার হালকা কাজের আনারকলি জ্যাকেটের সঙ্গে টর্ন ডেনিম প্যান্ট বা ওয়াইড লেগড ডেনিমও স্টাইল করা যেতে পারে।’’ আলোর উৎসব, বাজির উৎসব। তাই শাড়িকে কিছুটা দূরেই রেখেছেন অভিষেক।
অভিষেকের নকশা করা বড় ঘের দেওয়া ছেলেদের প্যান্ট। ছবি: অভিষেক দত্ত।
তবে কেউ যদি শাড়ি পরতে চান, তবে করসেট ব্লাউজ় বা করসেট টপ দিয়ে পরতে পারেন, টিপ্স অভিষেকের। তিনি বলছেন, ‘‘এ বছর করসেট ব্লাউজ বা করসেট টপ সবাই পরছেন। তবে শাড়ি ছাড়াও করসেট পরা যেতে পারে। কেউ চাইলে উজ্জ্বল সুতির ট্রাউজ়ার, ডেনিম প্যান্ট বা স্কার্টের সঙ্গে ভারী কাজের করসেট টপ পরতে পারেন। সঙ্গে লম্বা ঝুলের শ্রাগ পরলে ভাল লাগবে।”
এ বছর ট্রেন্ডে রয়েছে কাফতান ড্রেস। ছবিতে অভিষেক দত্তের নকশা করা কাফতান। ছবি: অভিষেক দত্তের ইনস্টাগ্রাম।