Skin Care Tips

কলা কালো হয়ে গেলে খেতে চায় না খুদে? ফেলে না দিয়ে কোন কাজে লাগাতে পারেন ফলটি?

কর্মব্যস্ত জীবনে পায়ের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না, অবহেলায় আরও বেড়ে যায় সমস্যা। কী ভাবে যত্নে রাখবেন পায়ের পাতা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ২০:০১
Share:

কলা দিয়েই করুন পায়ের যত্ন। ছবি: শাটারস্টক।

শীতের মরসুমে বাড়ছে পা ফাটার সমস্যা? অনেকেই আছেন, যাঁদের সারা বছর কমবেশি পা ফাটে। তবে বাতাসে আর্দ্রতা কমলে যেন এই কষ্ট লাগামছাড়া হয়ে ওঠে। কর্মব্যস্ত জীবনে পায়ের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না, অবহেলায় আরও বেড়ে যায় সমস্যা।

Advertisement

শীতে কী ভাবে নেবেন ফাটা পায়ের যত্ন?

১) অ্যালো ভেরা: ত্বকের নানা সমস্যা দূর করতেও দারুণ কার্যকর অ্যালো ভেরা। পা ফাটার সমস্যা রুখতে তাই ব্যবহার করতে পারেন অ্যালো ভেরা। রাতে শোয়ার আগে চাইলে অ্যালো ভেরার জেলের সঙ্গে মধু মিশিয়ে মেখে নিন পায়ে। তার পর মোজা পরে ঘুমিয়ে পরুন। নিয়ম করে এই পন্থা মেনে চললে পা ফাটার সমস্যা কমবে।

Advertisement

২) পেট্রোলিয়াম জেলি এবং লেবুর রস: লেবুর রসে অ্যাসিড রয়েছে। ত্বকের সংক্রমণ দূর করতে এই উপাদানের জবাব নেই। তবে শুধু লেবুর রস ব্যবহার করলে হবে না। পেট্রোলিয়াম জেলি ও লেবুর মিশ্রণ দিয়েই পায়ের পাতার মসৃণতা ফেরাতে পারেন। ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি ও ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে রাখলে দিন কয়েকের মধ্যেই তফাত বুঝতে পারবেন।

পা ফাটার সমস্যা রুখতে তাই ব্যবহার করতে পারেন অ্যালো ভেরা।

৩) কলা: কলা কালো হয়ে গেলে বাড়িতে কেউ খেতে চান না! ফেলে না দিয়ে সেই কলাগুলিই রূপচর্চার কাজে লাগাতে পারেন। দুটো কলা মিক্সিতে ঘুরিয়ে নিন। তার পর গোড়ালির ফাটা অংশে সেই মিশ্রণ লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রাখার পরে ভাল করে ধুয়ে নিন। সপ্তাহে দু’-তিন দিন প্যাক ব্যবহার করলেই সুফল পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement