Skin Care Hacks

থ্রেডিং, ওয়াক্সিংয়ের যন্ত্রণা ছাড়াই তোলা যাবে মুখের রোম! ৩ ফেসপ্যাকেই হবে মুশকিল আসান

মুখের এই অবাঞ্ছিত রোম টেনে তুলতে গিয়ে নাকের জলে, চোখের জলে হতে হয়। অথচ কষ্ট হবে জেনেও তা বন্ধ করতে পারেন না। তবে, খরচ করে সালোঁয় না গিয়ে ঘরোয়া কিছু উপাদানেই এই সমস্যা সমাধান করা সম্ভব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১২:৩৩
Share:

ঘরোয়া ফেসপ্যাাকেই তুলে ফেলুন মুখের রোম। ছবি: সংগৃহীত।

ঠোঁটের উপর, দু’গালে রোমের ঘন রেখা নিয়ে বাইরে বেরোতে অস্বস্তিবোধ করেন অনেকেই। তাই মাসে অন্তত দু’বার সালোঁয় গিয়ে মুখে ওয়াক্স করাতে হয়. কেউ আবার থ্রেডিং করেন। ত্বকের ক্ষতি হবে জেনেও রেজ়ার ব্যবহার করেন অনেকে। মুখের এই অবাঞ্ছিত রোম টেনে তুলতে গিয়ে নাকের জলে, চোখের জলে হতে হয়। অথচ কষ্ট হবে জেনেও তা বন্ধ করতে পারেন না। তবে, খরচ করে সালোঁয় না গিয়ে ঘরোয়া কিছু উপাদানেই এই সমস্যা সমাধান করা সম্ভব।

Advertisement

১। অবাঞ্ছিত লোম তুলে ফেলার জন্য বেসনের সঙ্গে হলুদ গুঁড়ো, তাজা ক্রিম এবং দুধ মিশিয়ে নিতে হবে। একটি বাটিতে চার টেবিল চামচ বেসন, এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ ক্রিম এবং দুই-তিন চা চামচ দুধ নিন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত সমস্ত উপাদানগুলিকে ভাল ভাবে মেশান। মুখে লাগিয়ে শুকোতে দিন কিছু ক্ষণ। শুকিয়ে গেলে অবাঞ্ছিত লোমের বৃদ্ধির বিপরীত দিকে টেনে নিন। প্রক্রিয়াটি দুই বা তিন বার পুনরাবৃত্তি করলে ফলাফল দেখতে পাবেন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকও হবে উজ্জ্বল।

২। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিন। এ বার ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ কর্নস্টার্চ এবং এক চা চামচ চিনি যোগ করুন। সব উপাদান মেশান যত ক্ষণ না মিশ্রণটি ঘন হয়। এটি আপনার মুখে আলতো করে লাগান। অন্তত আধ ঘণ্টা অপেক্ষা করুন। মিশ্রণটি মুখে শুকিয়ে গেলে একবারে টেনে তুলে দিন। এর প্রয়োগে শুধু অবাঞ্ছিত লোমই উঠে যাবে না, আপনার মুখের ত্বকের মৃত কোষও উঠে যাবে।

Advertisement

৩। অর্ধেকটা কলা নিয়ে ভাল করে চটকিয়ে নিন। চটকানো কলায় দুই টেবিল চামচ ওট্‌স যোগ করুন এবং ভাল ভাবে মিশিয়ে নিন। আপনার মুখে মিশ্রণটি আলতো ভাবে মালিশ করুন। ৩-৪ মিনিট স্ক্রাব করার পরে, মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে রাখুন কিছু ক্ষণ। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। যদি ত্বক শুষ্ক হয় তবে আপনি এর চেয়ে ভাল প্রাকৃতিক উপায় পাবেন না। এটি শুধুমাত্র মুখের লোম দূর করতেই সাহায্য করবে না, অত্যাবশ্যক ভিটামিন এবং খনিজ দিয়ে আপনার ত্বককে পুষ্ট করবে।

মুখের রোম যদি খুব ঘন হয়, তা হলে অবশ্য এক দিনেই তা পুরোপুরি পরিষ্কার হবে না। তা ছাড়া ঘরোয়া উপায়ের উপর ভরসা রাখতে চাইলে একটু ধৈর্য রাখতে হবে। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে রোম পরিষ্কার হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement